শিলাবৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত পাথারকান্দি, ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৩ মার্চ : বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিট নাগাদ হঠাৎ করেই প্রবল শিলাবৃষ্টি নেমে আসে। পাথারকান্দি বিধানসভার বিভিন্ন স্থানে এ শিলাবৃষ্টির কারণে সৃষ্টি হয় চরম দুর্ভোগের।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এমন ভয়াবহ শিলাবৃষ্টি কেউ দেখেননি। খবর পাওয়া গেছে শিলের আঘাতে অনেকের ঘরবাড়ির টিনের ছাদে বড় বড় ছিদ্র হয়ে গেছে, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং গবাদি পশুর ওপরও পড়েছে মারাত্মক প্রভাব। বৃষ্টি থামার পর অনেকেই বড় বালতি ও পাত্রে শিলার টুকরো সংগ্রহ করে রাখেন, যা প্রাকৃতিক দুর্যোগের তীব্রতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
