ঘন কুয়াশা, গুয়াহাটিগামী ইন্ডিগো ফ্লাইট ঢাকায় জরুরি অবতরণ

১৩ জানুয়ারি : ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মুম্বই থেকে গুয়াহাটিগামী একটি ইন্ডিগো ফ্লাইট বাংলাদেশের রাজধানী ঢাকায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

ঘন কুয়াশার কারণে গুয়াহাটিতে অবতরণ করতে না পেরে শনিবার ভোর ৪টার দিকে বিমানটি ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ অবশেষে বিমানটি ঢাকা থেকে ফিরে, সঠিক গন্তব্য গুয়াহাটিতে অবতরণ করে।

এ ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। বিমানটিতে ছিলেন মুম্বাই কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি সুরজ সিং ঠাকুর। তিনি ভারত ন্যায় জোড়ো যাত্রায় যোগ দিতে ইম্ফলে এসেছিলেন। কিন্তু গুয়াহাটি বিমানবন্দরে নামতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মুম্বই থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইন্ডিগোর ৬ই৫৩১৯ বিমান। কিন্তু ঘন কুয়াশা ও দৃশ্যমানতা কম হওয়ার কারণে বিমানটির রুট ঘুরিয়ে দিতে হয়। বিমানটি গুয়াহাটির বদলে বাংলাদেশের ঢাকায় অবতরণ করে। ইন্ডিগোর তরফেও বিবৃতি জারি করে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে বিমানের রুট পরিবর্তন করতে হয়েছে। তবে একটি বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা থেকে গুয়াহাটিতে বিমানটিকে আনা হয়েছে। যাত্রীদের বিমানে যাবতীয় খাবার-দাবারের ব্যবস্থাও করা হয়েছিল।

কংগ্রেস নেতা সূরজ সিং ঠাকুরও ওই বিমানে ছিলেন। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “আমি মুম্বই থেকে গুয়াহাটির বিমানে উঠেছিলাম। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানটি গুয়াহাটিতে ল্যান্ড করতে পারেনি। বরং ঢাকায় বিমানটি অবতরণ করে। এখন সব যাত্রীরা বিনা পাসপোর্টেই বাংলাদেশে পৌঁছে গিয়েছে, আমরা বিমানের ভিতরে বসে আছি।”

Author

Spread the News