বন্যাক্রান্তদের বিনামূল্যের স্বাস্থ্য শিবির ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির

বরাক তরঙ্গ, ২৮ জুন : ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টারের এর পক্ষ থেকে মাছিমপুরের নিকটবর্তী কুমারপাড়া অঞ্চলের বন্যাক্রান্তদের জন্য বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার কুমারপাড়ার হলি ক্রাউন স্কুল প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য বিভাগ এবং বড়খলা পিএইচসি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মীরা। ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন বড়খলা পিএইচসি এর চিকিৎসক ডাঃ মিনা সিংহ এবং শিলচর সিভিল হাসপাতালের চিকিৎসক ডাঃ অনন্যা দত্ত রায়।

বন্যাক্রান্তদের বিনামূল্যের স্বাস্থ্য শিবির ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির

এছাড়াও উপস্থিত ছিলেন বড়খলা পিএইচসি এর অন্যান্য স্বাস্থ্যকর্মী যথাক্রমে  অরিজিৎ রায়, নুমান উদ্দিন আহমেদ, মিনা রাণী দাস, অপর্ণা রায় এবং হলি ক্রাউন স্কুলের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সুরজিৎ চন্দ, সৌগিতা দাস, বিজয় ভারতী দাস, প্রিয়ংকা দাস প্রমূখ। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, শিলচর চাপ্টার এর পক্ষ থেকে সাবির আহমেদ মাঝারভূঁইয়া বলেন পরপর তিনটি মেডিকেল ক্যাম্প বন্যাক্রান্তদের জন্য শিলচরের বিশফুটি, বেতুকান্দি ও মাছিমপুরের নিকটবর্তী কুমারপাড়ায় অনুষ্ঠিত হয়। আজ এই মেডিক্যাল ক্যাম্প সফল করার জন্য জেলা স্বাস্থ্য বিভাগ, বড়খলা পিএইচসি এবং হলি ক্রাউন স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় সংস্থার পক্ষ থেকে। মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যকর্মী হিসেবে উপস্থিত ছিলেন আপন লাল দাস, প্রেমানন্দ বৈঞ্চব এবং শেফালী দাস।

Author

Spread the News