বনোমহিষের আক্রমণে নিহত বনরক্ষী, আহত দুই
বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : মানস জাতীয় উদ্যানের ভেতরে টহল দেওয়ার সময় বনোমহিষের আক্রমণে মৃত্যু ঘটল এক বনরক্ষীর। রবিবার রাতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
বিটিআর (বড়োল্যান্ড টেরিটোরিয়াল অ্যারিয়া) মানস জাতীয় উদ্যানের ভূয়াপাড়া রেঞ্জের কাছে ঘটনাটি ঘটে। দায়িত্ব শেষ করে বাড়ি ফেরার সময় মহিষটি বনরক্ষীর ওপর হামলা চালায়। নিহতের নাম রবিন বসুমাতারী বলে জানা গেছে। আরও দুই জন বনরক্ষী আহত হয়েছেন। তারা হলেন হিতেশ মেধী এবং কৃষ্ণ বড়ো। আহতদের বক্সার শালবাড়ি মডেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, নিহতকে ভূয়াপাড়ার মাখিবাহা ক্যাম্পে নিযুক্ত করা হয়েছে। ছবি প্রতীকী।