দু’মাস ধরে কৃত্রিম বন্যার কবলে গনিরগ্রামবাসী, সরব বিডিএফ

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : দু’মাস ধরে কৃত্রিম বন্যার কবলে পড়ে গনিরগ্রাম প্রথম ও দ্বিতীয় খণ্ডের প্রায় দেড়শো পরিবার চরম অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। কৃষিকাজ বন্ধ, এমনকি মৃতদেহ দাফন করতে অনেক দূরে যেতে হচ্ছে। আগামী সাতদিনের মধ্যে এই ব্যাপারে প্রশাসন উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

শনিবার স্থানীয় গ্রামবাসীদের উপস্থিতিতে আয়োজিত এক ধরনা কর্মসূচিতে অংশ নিয়ে গনিরগ্রামের বাসিন্দা তথা বিডিওয়াইএফ আহ্বায়ক মিনাজ লস্কর বলেন, স্থানীয় একটি কালভার্ট তৈরি করা হলে এবং সংশ্লিষ্ট স্লুইস গেট মেরামত করা হলে কবেই এই কৃত্রিম বন্যা সমস্যার সমাধান হয়ে যেত। তিনি বলেন, তাঁরা এই ব্যাপারে ইতিমধ্যে সার্কল অফিসার সহ প্রশাসনিক অন্য কর্মকর্তাদের স্মারকলিপিও দিয়েছেন। এমনকি স্থানীয় বিধায়কের সঙ্গে যোগাযোগ করে এলাকা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন। কিন্তু প্রতিশ্রুতি সত্ত্বেও গত দু’মাস ধরে এই ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া হয়নি যারজন্য তাঁরা আজ সবাই মিলে আবার প্রতিবাদ সাব্যস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

দু'মাস ধরে কৃত্রিম বন্যার কবলে গনিরগ্রামবাসী, সরব বিডিএফ

এদিন কর্মসূচিতে অংশ নিয়ে বরাক ডেমোক্রেটিক যুবফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন, এই কৃত্রিম বন্যার শিকার হয়ে যারা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তাঁদের অধিকাংশই নিম্নবিত্ত ও কৃষিজীবী। এই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে জীবন যাপন করতে গিয়ে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। কৃষিজমি জলমগ্ন হওয়ায় চাষবাসও বন্ধ। এমনকি স্থানীয় দুটি কবরস্থানও জলমগ্ন হয়ে রয়েছে। ফলে অনেক দূরে গিয়ে মৃতদেহ দাফন করতে হচ্ছে। কল্পার্ণব বলেন, বারবার প্রতিশ্রুতি দিয়েও প্রসাশনের তরফে বিগত দু’মাসে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এই দুর্ভোগ আর মেনে নেওয়া সম্ভব নয়। তাই আগামী সাতদিনের মধ্যে এই সমস্যা সমাধানের লক্ষ্যে কোন প্রশাসনিক উদ্যোগ না নিলে স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বিডিএফ। প্রয়োজনে সার্কল অফিস ঘেরাও করা হবে বলে এদিন জানান তিনি।

স্থানীয়দের পক্ষ থেকে মনমোহন নাথ লস্কর এদিন প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন যে ভোট আসলে জনপ্রতিনিধি থেকে শুরু করে নেতানেত্রীরা সবাই এসে সভা-সমাবেশ করেন কিন্তু ভোট শেষ হলে কারুর টিকির নাগাল পাওয়া যায় না। তিনি বলেন, অতি সত্বর এই সমস্যার সমাধান করুক প্রশাসন। নতুবা তাঁরা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেবেন। এছাড়াও গ্রামবাসীর পক্ষ থেকে এদিনের সমাবেশে বক্তব্য রাখেন জয়নাল হুসেইন খাদেম।

অনান্যদের মধ্যে বিডিএফ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক হৃষীকেশ দেব। বিডিএফ এর পক্ষ থেকে আহ্বায়ক দেবায়ন দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

Author

Spread the News