করিমগঞ্জে গ্রেফতার ভুয়ো আইপিএস অফিসার
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : করিমগঞ্জে গ্রেফতার করা হল এক ভুয়ো আইপিএস অফিসারকে। গ্রেফতারকৃত প্রতারকের নাম জাবির হুসেন। সে নিজেকে ক্রাইম ব্রাঞ্চের শীর্ষ কর্মকর্তা শাহজান লস্কর বলে পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের সঙ্গে বন্ধুত্ব করে। এমনকি তিনি পুলিশের পোশাক পরা নিজের ছবিও সোশ্যাল মিডিয়ায় অনেকের কাছে পাঠিয়েছেন। করিমগঞ্জের কালীগঞ্জ এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আতিক আহমেদ চৌধুরীর সঙ্গে বন্ধুত্ব হয়। জাবির হোসেন তার বাড়িতে আসা-যাওয়া শুরু করেন।
একদিন তিনি সুনিতা পাল নামে এক তরুণীকে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নিয়ে যান। কয়েকদিন পর শাহজান লস্কর ওরফে জাবির হুসেন অবসরপ্রাপ্ত শিক্ষককে ফোনে জানান সুনিতা পাল আত্মহত্যা করেছে এবং সুইসাইড নোটে তার নাম উল্লেখ করে কিছু ভুয়ো অশ্লীল ভিডিও পাঠিয়েছে। এই ঘটনা বাচতে হলে আপনাকে ১০ লাখ টাকা দিতে হবে। অবসরপ্রাপ্ত শিক্ষক অবশ্য ভয় পেয়ে ৫ লাখ টাকা দেন। এ ঘটনার পর অবসরপ্রাপ্ত শিক্ষকের সন্দেহ হলে করিমগঞ্জ সদর থানায় মামলা করেন। করিমগঞ্জ পুলিশ কাছাড়ের কাটিগড়া থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।