সিইএম কাপে জয়ী ডিমা ইউনাইটেড

সামিম বড়ভূইয়া, হাফলং।
বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : হাফলঙে আয়োজিত কুড়িতম সিইএম কাপ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের লিগ ম্যাচে জয়ী হল ডিমা ইউনাইটেড এফসি (DIMA UNITED FC)। তারা ৪-১ গোলে কোপা এফসি-কে (COPA FC)। খেলায় জোড়া গোল করেন যসিয়া (Josia)। ৫৪ ও ৫৮ মিনিটে গোল করেন তিনি। খেলার ১১ মিনিটে গোল করেন আশিস লাংথাসা (Ashish Langthasa) ও ৬৩ মিনিটে জুনিয়া (Junior)। কোপা এফসির একমাত্র গোলটি করেন ৮৩ মিনিটে সাভামি (Savami)।

সিইএম কাপে জয়ী ডিমা ইউনাইটেড
সিইএম কাপে জয়ী ডিমা ইউনাইটেড

Author

Spread the News