বি ডিভিশনের শেষচারে ইভিনিং ক্লাব

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ জানুয়ারি : শিলচর জেলা ক্রীড়া সংস্থার ওষধিপ্রসাদ দত্ত মেমোরিয়াল বি ডিভিশন ফুটবলের সেমিফাইনালে উঠলো  ইভিনিং ক্লাব। বৃহস্পতিবার প্রথম কোয়ার্টার ফাইনাল ম‍্যাচে তারা হারায় পিডব্লুডি মেকানিক‍্যাল ক্লাবকে। ২-০ গোলে। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে এদিন অন্তিম লিগ ম‍্যাচে নিউ শিলচর এসএসকে ৬-০ গোলে হারায় উদয়ন সংঘ।

ইভিনিংয়ের দু গোল করেন সুধাংশু তেলি ও অ‍্যাপেলো রংমাই।  ম‍্যাচ সেরা হন ইভিনিংয়ের রতীশ কারমাদি। তাঁর হাতে পুরষ্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার মিহির রায়। উদয়নের বড় জয়ে হ‍্যাট্রিক করেন রাজদীপ কর্মকার। ৩ গোল করেন তিনি। ২ গোল পান অজয় গোয়ালা। অন‍্যটি করেন রাহান ক্রিশ্চিয়ান। রাজদীপের হাতে ম‍্যান অব দ‍্য ম‍্যাচ ট্রফি তুলে দেন প্রাক্তন রেফারি নন্দদুলাল রায়। শুক্রবার মুখোমুখি হবে টিটি ক্লাব ও ইয়ং কর্নার ক্লাব। অন‍্য ম‍্যাচে মুখোমুখি হবে ইউনাইটেড ক্লাব ও বিজয়ী সংঘ।

বি ডিভিশনের শেষচারে ইভিনিং ক্লাব

Author

Spread the News