ধলাইয়ে নির্দল হয়ে লড়বেন কংগ্রেসি দিলীপকুমার

বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : বিজেপির মতো কংগ্রেসেও বিদ্রোহ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ কংগ্রেস নেতা দিলীপকুমার ধুবি নির্দল প্রার্থী হওয়ার ঘোষণা করলেন। কংগ্রেস দল ধলাইয়ের উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে ধ্রুবজ্যোতি পুরকায়স্থের নাম ঘোষণা করতেই ধলাইয়ের বিভিন্ন জায়গায় ক্ষোভ দেখা দিয়েছে।
বিক্ষুব্ধ কর্মীরা অভিযোগ করে বলেন, জেলা কংগ্রেসের অনুমোদিত ধলাইয়ের ২৭টি মণ্ডল কমিটি ও ২০৮টি বুথ কমিটি একতরফা ভাবে ভেঙে দিয়ে সংগঠনকে দু’ভাগে বিভক্ত করে ফেলেছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিত পাল। এছাড়া এপিসিসির অনুমোদিত নরসিংহপুর, পালংঘাট, বড়জালেঙ্গা ব্লক কমিটিগুলি অকেজো রাখা হয়েছে। এরজন্য ধলাইয়ের বিভিন্ন জায়গায় জেলা কংগ্রেস সভাপতির কুশপুতুল পোড়ানো হয়েছে। এসবের প্রতিবাদে আসন্ন ধলাই বিধানসভা আসনের উপনির্বাচনে ধলাইয়ের ভূমিপুত্র চা শ্রমিক যুবনেতা প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দীলিপকুমার ধুবি নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করেন। সোমবার সন্ধ্যায় দার্বিতে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে এক সভা করে প্রার্থীত্বের কথা ঘোষণা করেন দিলীপকুমার ধুবি।

তিনি তার বক্তব্যে কংগ্রেসের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। ধলাইয়ের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ সহ বাগান শ্রমিকরা তার সঙ্গে রয়েছেন বলে জোর দাবি করেন তিনি। সভায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ হিন্দিভাষী নেতা হরিমোহন কৈরী, অমিত খটিক, নাজিম উদ্দিন লস্কর, বাবুর উদ্দিন বড়ভূইয়া প্রমুখ।