দুই ওসিকে সাসপেন্ড নির্বাচন কমিশনের

২০ এপ্রিল : নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় পশ্চিমবঙ্গের  দুই ওসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের তরফে একটি চিঠিতে এই নির্দেশ এসেছে। সাসপেন্ড হয়েছেন মুর্শিদাবাদের শক্তিপুর এবং বেলডাঙার ওসি। এই দুই পুলিশকর্তাকে ভোটের কাজ করা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই দুই পুলিশকর্তার বদলি হিসাবে তিন জন দক্ষ অফিসারের নামও পাঠাতে রাজ্যকে বলেছে কমিশন। নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে ওই দুই পুলিশকর্তার বিরুদ্ধে চার্জশিট ফাইল করতে।

জানা গিয়েছে, শক্তিপুর এবং বেলডাঙার ওই দুই অফিসারের নাম যথাক্রমে রাজু মুখোপাধ্যায় এবং মহম্মদ জামালউদ্দিন মণ্ডল। গত সপ্তাহে শক্তিপুর এবং বেলডাঙায় যে রাজনৈতিক সংঘর্ষ হয়েছিল, এরজন্য এই দুই পুলিশকর্তার কর্তব্যে গাফিলতিকেই দায়ী করেছে কমিশন। এই কারণেই পদ থেকে অব্যাহতি দিয়েছে বলে কমিশন সূত্রে খবর। নির্বাচন চলাকালীন এই দুই পুলিশ আধিকারিক থাকবেন পুলিশ হেড কোয়ার্টারে। এঁদের বিরুদ্ধে রাজ্য কী ব্যবস্থা নিয়েছে তা শনিবার ১১টার মধ্যে জানাতে হবে নির্বাচন কমিশনকে।

Author

Spread the News