ভেঙে দেওয়া হল সংসদ ফ্রান্সে, ঘোষণা ভোটের
১০ জুন : ফ্রান্সে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একইসঙ্গে দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি। সদ্য সমাপ্ত ইউরোপীয়ান ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলের জেরেই হঠাৎ সংসদীয় নির্বাচনের এই ঘোষণা দেওয়া হলো। রবিবার হঠাৎ তিনি দেশের উদ্দেশে বার্তা দিয়ে জানান, সংসদ ভেঙে দেওয়া হচ্ছে। অবিলম্বে সংসদীয় নির্বাচন করা হবে। আগামী ৩০ জুন এই নির্বাচন হতে চলেছে বলেই জানান ম্যাক্রঁ। হঠাৎ এই ধরনের সংসদীয় নির্বাচনকে স্ন্যাপ লেজিসলেটিভ ইলেকশন বলা হয়।
ম্যাক্রঁ জানিয়েছেন, আগামী ৩০ জুন প্রথম দফায় সংসদের নিম্নকক্ষের নির্বাচন হবে। দ্বিতীয় দফায় ভোট হবে ৭ জুলাই।
সদ্য হয়ে যাওয়া ইউরোপীয়ান ইউনিয়নের নির্বাচনের খারাপ ফলের জেরেই হঠাৎ সংসদীয় নির্বাচনের আয়োজন করা হয়েছে বলেই অনুমান। নির্বাচনে ন্যাশনাল র্যালি থেকে শুরু করে কট্টর ডানপন্থী দলগুলি ৪০ শতাংশ ভোট পেয়েছে।