উত্তর মাগুরার নৌকা পূজায় ভক্তদের ঢল, সোমবার সমাপ্তি

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : সোমবার সমাপ্ত হচ্ছে পাথারকান্দি বিধানসভার লোয়াইরপোয়া ব্লকের দক্ষিণ প্রান্তের ঝেরঝেরি জিপির খাগড়াগুার এলাকার উত্তর মাগুরা গ্রামে অনুষ্ঠিত হওয়া নৌকা পূজা। প্রতি বছরের ন্যায় এবারও ঝেরঝেরী জিপির উত্তর মাগুরা গ্রামে অনুষ্ঠিত হয়েছে নৌকা পূজা। পূজায় প্রচুর ভক্তদের সমাগম হচ্ছে। আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার অধিবাসের মাধ্যমে পূজার আহ্বান করে সনাতনী বিধি অনুসারে মাঘ পূজার সূচনা হয়। সূচনা পর্ব থেকে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে চলছে পূজা।নৌকা পূজা বর্তমান সময়ে এই পূজো আগেরকালের মতো আর তেমন হয় না। পাথারকান্দি বিধানসভার অসম-ত্রিপুরা-মিজোরাম সীমানঘেঁষা ওই প্রত্যন্ত এলাকায় বহু বছর আগে হয়েছিল একবার। তারপর দীর্ঘ কয়েক বছর বন্ধ ছিল। পরবর্তীতে ফের শুরু হয় ২০১৭ সালে। এর পর থেকে প্রতি বছর এখনে হয়ে আসছে পূজা। এবারও এর ব্যাতিক্রম হয়নি। এখানে নৌকা পূজাতে বিশেষত মনসা দেবীর আরাধনা করা হয়, ফলে পদ্মপুরাণ পাঠের মান্যতা রয়েছে। তাই এই পূজা উপলক্ষে প্রতিবার বরাক তথা পাশ্ববর্তী ত্রিপুরা রাজ্য থেকে ওঝারা নিজেদের দল নিয়ে হাজির হন। এবারও অনেক প্রখ্যাত ওঝারা আসরে মনসা দেবীর গান পরিবেশন করছেন। পূজার প্রতিদিন প্রচুর ভক্তদের সমাগম হচ্ছে।এমনিতে পূজা চলাকালীন দর্শনার্থীদের প্রসাদ হিসাবে ফলমূল নৈবেদ্য দেওয়া হলেও নবমীতে মহাপ্রসাদ বিতরণ করা হয়। তাই নবমীদিনে ভক্তদের বাড়তি সমাবেশ ঘটে যা এবারও এমন হবে। এবং আগামি ১৯ ফেব্রুয়ারি সোমবার নৌকা পূজার সমাপ্তি ঘটবে। এছাড়া আয়োজক কমিটির কর্মকর্তারা এও জানান।

উত্তর মাগুরার নৌকা পূজায় ভক্তদের ঢল, সোমবার সমাপ্তি

নৌকা পূজা উপলক্ষে এখানে প্রতি বার বিশাল মেলার আয়োজন করা হয়। এতে স্থানীয় সহ দূরদূরান্তের ব্যবসায়ীরা মেলায় এসে পসরা নিয়ে বসেন এতে মেলায় কেনাকাটাও করতে ভিড় পরিলক্ষিত হয়। মূলত নৌকা পূজা উপলক্ষে সীমান্তবর্তী বৃহত্তর এলাকার  রাঙামাটি, বালিপিপলা, কন্টেকছড়া, খাগড়াগুড়া সহ মাগুরা ইচাবিল বাজারিছড়া ও লোয়াইরপোয়া এলাকার এক বার্ষিক উৎসবে পরিণত হয়েছে নৌকা পূজা। পূজার ক’দিন গোটা এলাকাজুড়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সীমান্তবর্তী এলাকায় মিশ্র জাতি গোষ্ঠীর বসতি হলেও এই পূজাতে সবাই অংশগ্রহণ করেন। দশমীতে সন্ধ্যারতির পর পূজার সমাপ্তি হয়।

Author

Spread the News