বোর্ড ও কাউন্সিল ভেঙে গঠন অসম স্টেট স্কুল এডুকেশন কাউন্সিল
বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : একই ছাঁদের তলায় এসে গেল সেবা ও আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ। বোর্ড ও কাউন্সিল ভেঙে গঠন করা হল অসম স্টেট স্কুল এডুকেশন কাউন্সিল। জাতীয় শিক্ষানীতি ২০২০ এর সঙ্গে সামঞ্জস্য রেখে একত্রিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। অসম রাজ্য স্কুল শিক্ষা পরিষদ দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত পরীক্ষা পরিচালনা করবে।
পরিষদের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন রমেশ চাঁদ জৈন। এর আগে SEBA-এর চেয়ারম্যান ছিলেন আরসি জৈন। রুক্ম গোঁহাই বরুয়াকে কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগে অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের চেয়ারম্যান ছিলেন। রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন।