বিক্রমপুর চা -বাগানে পচাগলা লাশ উদ্ধার

বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : নিখোঁজ ব্যক্তির পচাগলা লাশ বড়খলা চন্দ্রনাথপুর বিক্রমপুর চা -বাগানে উদ্ধার হল। এনিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। আত্মহত্যা না পরিকল্পিত খুন এনিয়ে জনমানসে নানা প্রশ্ন উঁকি মারছে।

বিক্রমপুর বাগানের জঙ্গলে মৃতদেহ উদ্ধার হওয়স ব্যক্তির নাম কিশোর মাঝি (৫০)। বাড়ি বিক্রমপুর কালীনগরে। জানা গেছে, শুক্রবার স্থানীয় বাগান শ্রমিকরা ৯ নম্বর সেকশনে পরিত্যক্ত অবস্থায় পচাগলা লাশ দেখতে পেয়ে বাগান ম্যানেজারকে অবগত করেন। খবর পাঠানো হয় বড়খলা থানায়। খবর পেয়ে বড়খলা থানার এএসআই হুসেন আহমেদ লস্কর পুলিশ দলবল নিয়ে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ পাঠায়। নিহতের পরিবার সূত্রে জানা যায় ১০দিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। এ সংক্রান্ত এজাহার রয়েছে বিহাড়া পুলিশ ফাঁড়িতে।

এদিকে, কোনও দুস্কৃতি হত্যা করে মৃতদেহ ফেলে পালিয়ে গেছে বলে সন্দেহ করছেন সাধারন মানুষ। কেননা, বিগতদিনে চন্দ্রনাথপুরে এমন খুনের ঘটনা সংঘটিত হয়েছে।যেসব খুনের ঘটনা নিয়ে আজও বিতর্কের আবর্তে চন্দ্রনাথপুর। প্রায় দু’বছর আগে লোচিয়া রবিদাস নামে এক মহিলার গলা কাটা লাশ উদ্ধার হয়েছিল চন্দ্রনাথপুরে। সে ঘটনার মূল অভিযুক্তদের বের করতে ব্যর্থ হয় পুলিশ। এ ছাড়া বীরবল নামে আরেক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে বিতর্কের জল কম গড়ায়নি। যদিও পুলিশের প্রাথমিক ধারনা এটা অতিরিক্ত মদ্যপানে মৃত্যু ঘটেছে।
প্রতিবেদক : ঝুমি নাথ, বড়খলা।

Author

Spread the News