নিয়োগ পরীক্ষা : ট্রেন ও বাসের সুবন্দোবস্ত করায় সরকারকে সাধুবাদ খলিলের

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : রবিবার রাজ্যে জুড়ে অনুষ্ঠিত হবে তৃতীয় বর্গের নিযুক্তি পরীক্ষা। বরাক উপত্যকার হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। তৃতীয় শ্রেণী পদে নিযুক্তি পরীক্ষায় কাছাড়ের সঙ্গে করিমগঞ্জেও কেন্দ্রে আয়োজন করায় সন্তোষ প্রকাশ করেছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য ট্রেন ও বাসের সুবন্দোবস্ত করায় অসম সরকারকে সাধুবাদ জানান বিধায়ক খলিল উদ্দিন মজুমদার।

এবার তিনি নিযুক্তি পরীক্ষার্থীদের গন্তব্য স্থলে পৌঁছতে কোন ধরনের অসুবিধার সম্মুখীন না পড়েন এ জন্য সংশ্লিষ্ট জেলা‌ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার।

নিয়োগ পরীক্ষা : ট্রেন ও বাসের সুবন্দোবস্ত করায় সরকারকে সাধুবাদ খলিলের
নিয়োগ পরীক্ষা : ট্রেন ও বাসের সুবন্দোবস্ত করায় সরকারকে সাধুবাদ খলিলের

Author

Spread the News