হিরণময়ী নাথ চৌধুরী ও যাদবরঞ্জন ভট্টাচার্য স্মৃতি সম্মাননা প্রদান সরস্বতী স্মারক সমিতির
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : সরস্বতী স্মারক সমিতি শিলচর শাখার উদ্যোগে শনিবার শিলচরের ভক্তিধামে প্রয়াত হিরণময়ী নাথ চৌধুরী ও যাদবরঞ্জন ভট্টাচার্য স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। এদিন অম্বিকাপট্টি স্থিত কার্যালয়ে এক অনুষ্ঠানে জয়শ্রী পানিকা ও রণি রাউতকে সম্মানিত করেন আয়োজকরা।
প্রয়াতের জীবনের বিভিন্ন দিক পর্যালোচনা করার পাশাপাশি তাঁদের কর্মকাণ্ডের কথা তুলে ধরে আগামীতে দেশ ও সমাজের উন্নতি সহ রাষ্ট্র নির্মাণে নবীন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইভি বৈদ্য। এ ছাড়া উপস্থিত ছিলেন সভানেত্রী অলকা দেব, সম্পাদিকা প্রতিমা চক্রবর্তী, রাষ্ট্র সেবিকা সমিতির অখিল ভারতীয় সহ সেবা প্রমুখ সুপর্না দে, মুন্নি দে মজুমদার, ঝুমা চৌধুরী প্রমুখ।