আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে পুজোর আয়োজন, ফের মামলার হুমকি

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে পুজোর আয়োজন করে জমিজবর দখলের  অভিযোগ তুলল হাসপাতাল রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির বিরুদ্ধে। ব্যবসায়ী শঙ্কর রায় সহ কমিটির সদস্যদের এমন গুরুতর অভিযোগ তুলেন শিলচরের নিয়ন রোডের বাসিন্দা বিশ্বদীপ ঘোষ এবং তাঁর পরিবারের সদস্যরা।

শনিবার আইনজীবী সৌমেন চৌধুরীকে পাশে বসিয়ে বিশ্বদীপ ঘোষ বলেন তাঁর বাবা মৃণালকান্তি ঘোষ ১৯৮৭ সালে জমিটি কিনেছিলেন এবং এর মালিক ছিলেন মা রিনা ঘোষ।  ২০১৮ সালে ওই জমির উপর দুর্গাপূজার আয়োজন করে জমি দখলের চেষ্টা করছেন উদারবন্দের ব্যবসায়ী শঙ্কর রায় সহ পুজো কমিটির সদস্যরা। বিশ্বদীপ গত বছর এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং আদালত ওই জমিতে পুজো আয়োজন করতে স্থগিতাদেশ দেয়। আদালতের স্থগিতাদেশের রায়কে উপেক্ষা করে কমিটির সদস্যরা। তিনি বলেন, এর আগে তারা রাস্তার পাশে পূজা আয়োজন করতেন। প্রথমবার পূজা আয়োজনের পর তারা বলেন, হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী এক জায়গায় অন্তত তিনবার পুজো করতে হবে এবং সেটাও পরিবারের লোকেরা মেনে নেন। ২০২১ সালে কমিটির সদস্যরা জানান, শেষবারের মতো ওই জমিতে পুজো করবেন তাঁরা। তবে ২০২২ সালে পরিবারের লোকেদের আর জানানোর প্রয়োজন মনে করেননি কমিটির সদস্যরা, তারা সরাসরি ওই জমিতে পুজো করেন। এবারও পুজো আয়োজন করলে এবং তিনি ফের আদালতের দ্বারস্থ হয়েছেন।

এ দিকে, আইনজীবী সৌমেন চৌধুরী জানিয়েছেন, এমাসের প্রথম সপ্তাহে আদালত পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে এবং এক মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তবে আদালতের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কমিটির সদস্যরা ওই জমিতে প্যান্ডেল বানাতে শুরু করেছেন। সৌমেন চৌধুরী আরও বলেন, তাঁরা আদালতের এক মাসের সময়কে সম্মান জানিয়ে মামলা করছেন না তবে যদি পুজো কমিটির সদস্যরা এভাবেই দাদাগিরি করেন, তারা কমিটির সদস্যদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১১ ধারায় মামলা করবেন। এ দিকে, এ বিষয়ে পূজা কমিটি বা শঙ্কর রায়ের কোন মন্তব্য জানা যায়নি।

আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে পুজোর আয়োজন, ফের মামলার হুমকি
আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে পুজোর আয়োজন, ফের মামলার হুমকি

Author

Spread the News