চাবুয়ার মাধুর্য বরুয়াকে হত্যার পেছনে তাঁর স্ত্রী, গ্রেফতার মূল অভিযুক্ত

বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : চাবুয়ায় জলসম্পদ বিভাগের কর্মচারী মাধুর্য বরুয়ার নৃশংস হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। স্ত্রী প্রহেলিকা বরুয়া তার স্বামী মাধুর্য বরুয়াকে হত্যা করেছে। এই খুনের ঘটনার সঙ্গে জড়িত আরও এক যুবক। পুলিশ যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। দুজনেই পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, ঘুমন্ত অবস্থায় সোমবার রাত দেড়টা নাগাদ মাধুর্য বরুয়াকে চারজনের এক দুর্বৃত্তের নৃশংস ভাবে হত্যা করে। ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে খুন করেছে। চাবুয়া জেলার জেরাই গ্রামের বাসিন্দা মাধুর্য ডিব্রুগড়ের জলসম্পদ বিভাগের বিভাগীয় অফিসের কর্মচারী ছিলেন।

চাবুয়ার মাধুর্য বরুয়াকে হত্যার পেছনে তাঁর স্ত্রী, গ্রেফতার মূল অভিযুক্ত
চাবুয়ার মাধুর্য বরুয়াকে হত্যার পেছনে তাঁর স্ত্রী, গ্রেফতার মূল অভিযুক্ত

Author

Spread the News