প্রাক্তন প্রধান শিক্ষক নাসির উদ্দিন চৌধুরী প্রয়াত
বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : সাহাবাদ এমই মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ নাসির উদ্দিন চৌধুরী আর নেই। শুক্রবার রাত ১টা ৭ মিনিটে রংপুর ষষ্ঠ খণ্ড নগদীরগ্রামের বাড়িতে এই মহান শিক্ষকের জীবনাবসান ঘটে। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন থেকে মধুমেহ ও হার্টজনিত রোগভোগের পর তিনি এ পৃথিবীর মোহ ত্যাগ করে পরপারে পাড়ি দিলেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে, তিন পুত্রবধূ, নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধ। প্রয়াত নাসির উদ্দিন চৌধুরীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা জেলায় শোকের ছায়া নেমে আসে। শেষ শ্রদ্ধা জানাতে দলে দলে মানুষ বাড়িতে উপস্থিত হন।
১৯৭১ সালে তিনি শিক্ষকতার পেশায় যোগদান করে ২০১৩ সালে অবসর গ্রহণ করেন। প্রয়াত নাসির উদ্দিন চৌধুরী এমন এক মহান শিক্ষক ছিলেন যার চাকরি জীবনে একদিনও স্কুল বন্ধ হয়নি। শিক্ষকতাকে তিনি পেশার পরিবর্তে ব্রত হিসাবে গ্রহণ করেছিলেন। অত্যন্ত নিষ্টার সংগে নিজের গুরু দায়িত্বকে পালন করে গেছেন। ২০১০ সালে তৎকালীন তরুণ গগৈ সরকারের বিশেষ শিক্ষক সম্মাননা প্রদান করা হয়েছিল এই শিক্ষাগুরুকে।
তিনি ২০০৩ এবং ২০১৮ সালে সুস্বাস্থ্যের সহিত দুইবার হজ পালন করেছেন। সমাজ সেবায়ও তার অগ্রণী ভুমিকা ছিল। বিভিন্ন সময়ে সামাজিক অবক্ষয়ে রুখে দাঁড়িয়েছেন। মোকাবিলা করেছেন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির। দীর্ঘ ১৮ বছর তিনি অত্যন্ত সুনিপুণ ভাবে ঐতিহ্যবাহী দারুল উলুম সাহাবাদ মাদ্রাসার সম্পাদকের পদে আসীন ছিলেন। অবসর গ্রহণের পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইকরা একাডেমি ও লিটিলস্টার স্কুলে শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন। বিশাল সংখ্যক মানুষের উপস্থিতিতে শনিবার বেলা ২ ঘটিকার সময় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজার নামাজ পরিচালনা করেন টান্টু পীরজাদা আব্দুল বাসিত চৌধুরী।
তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন কাটলিছড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর, দারুল উলুম সাহাবাদ মাদ্রাসার হেড মওলানা মনির উদ্দিন লস্কর, শেখ আলহাজ্ব ফরিদ উদ্দিন, চার্লমাস স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ আতাউর রাহমান বড়ভূইয়া, এআইইউডিএফফের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিলোয়ার হুসেন বড়ভূইয়া, বিডিএসএফ সভাপতি আব্দুল আহাদ লস্কর, প্রিমিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের এমডি সাহাব উদ্দিন লস্কর, সাহাবাদ হাই মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আহমেদ হুসেন, রাইজর দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর প্রমুখ।