অসমে ১২টি আসনের প্রার্থী ঘোষণা কংগ্রেসের

বরাক তরঙ্গ, ১২ মার্চ : কংগ্রেসের ঘোষণা করেছে কংগ্রেস প্রার্থীদের দ্বিতীয় তালিকা। নয়াদিল্লিতে কংগ্রেস নেতৃত্ব মঙ্গলবার ঘোষণা করেছে প্রার্থী তালিকা। এই তালিকা অনুযায়ী লোকসভা বিরোধী দলীয় উপনেতা ও কলিয়াবর কেন্দ্রের সাংসদ গৌরব গগৈ যোরহাট লোকসভা কেন্দ্রে লড়াই করবেন।

ঘোষিত দ্বিতীয় প্রার্থী তালিকায় মোট ৪৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ৪৩ জনের মধ্যে অসম, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের কংগ্রেস প্রার্থী রয়েছে। কংগ্রেস এর আগে মার্চে প্রার্থীদের প্রথম তালিকা ঘোষণা করেছিল তালিকায় মোট ৩৯ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আজ ঘোষিত প্রার্থীদের তালিকায় অসমের ১৪টি আসনের মধ্যে ১২টি আসনের প্রার্থী রয়েছে। দলটি ডিব্রুগড় আসনটি অসম জাতীয় পরিষদকে ছেড়ে দিয়েছে। লখিমপুর আসনে কোনো প্রার্থী নেই।

অসমে ১২টি আসনের প্রার্থী ঘোষণা কংগ্রেসের

বর্তমান সাংসদ প্রদ্যুত বরদলৈ বহুল আলোচিত নগাঁও লোকসভা আসনের জন্য পুনরায় মনোনীত হয়েছেন। প্রাক্তন বিধায়ক রোজলিনা তিরকি নবগঠিত কাজিরাঙ্গা লোকসভা কেন্দ্রে মনোনয়ন পেয়েছেন।

শিলচর আসনে মনোনয়ন পেয়েছেন সূর্যকান্ত সরকার। করিমগঞ্জে হাফিজ রশিদ আহমদ চৌধুরী, ধুবড়িতে রকিবুল ইসলাম, কোকরাঝাড়ে গর্জন মাশহারী, বরপেটায় দীপ বায়ান, দরং-উদালগরড়ি আসনে মাধব রাজবংশী, গুয়াহাটিতে মিরা বরঠাকুর গোস্বামী, ডিফু-এসটি আসনে জয়রাম ইংগ্লেঞ্জ, শোণিনপুরে প্রেম লাল গাঞ্জু।

Author

Spread the News