চরগোলা সেন্ট্রাল ব্যাঙ্কে তাণ্ডব মহিলা গ্রাহকের, আটক
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৬ ফেব্রুয়ারি : ব্যাঙ্কে এক মহিলা গ্রাহক তাণ্ডব চালালেন। এতে ব্যাঙ্কের কাজকর্ম স্তব্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে করিমগঞ্জের চরগোলা সেন্ট্রাল ব্যাঙ্কে সোমবার। অবশেষে পুলিশে দিলেন মহিলাকে।
অভিযোগ মতে, চরগোলা এরঙ্গাবাদের রাধারানি দে নামের মহিলা ব্যাঙ্কে এসে ব্যাঙ্কের মহিলা ম্যানেজারকে তার জমা ৪০ হাজার টাকা দিতে বলেন। ম্যানেজার তাঁকে কাগজপত্র দিতে বললে তিনি ম্যানেজারের উপর চড়াও হয়ে যান। এবং অফিসের কাগজপত্র ছুঁড়ে ফেলে দেওয়ার পাশাপাশি কম্পিউটার সহ অন্যান্য জিনিসপত্রে ভাঙ্গচুর করেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ পৌঁছে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনার ফলে প্রায় দুই ঘণ্টা ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ ছিল। যারদরুন গ্রাহকদের ব্যাঙ্কের ভেতরে এবং বাইরে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এবার পুলিশি তদন্তে এই ঘটনার আসল রহস্য উদঘাটন হবে বলে মনে করছেন অনেকেই।
তবে কেন এমন ঘটনা ঘটিয়েছেন ওই মহিলা গ্রাহকের কোন প্রতিক্রিয়া জানা যায়নি। অবশ্য পুলিশি তদন্তে ঘটনার মূল রহস্য বের হবে বলে গ্রাহকরা আশাবাদী।