হাইলাকান্দিতে ভারতীয় শিক্ষণ মণ্ডলের প্রতিষ্ঠা দিবস উদযাপন

বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : হাইলাকান্দিতে উদযাপন হল ভারতীয় শিক্ষণ মণ্ডলের ৫৬তম প্রতিষ্ঠা দিবস। হাইলাকান্দি এসএস কলেজ প্রেক্ষাগৃহে শনিবার বেলা তিনটায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের বিভিন্ন শাখা সংগঠনের প্রথা অনুযায়ী শিক্ষন মণ্ডলের প্রতিষ্ঠা দিবসের কার্যসূচী শুরু হয়। এদিন সংগঠনের দক্ষিণ অসম প্রান্তের সভাপতি অধ্যাপক নীরঞ্জন রায়ের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় মানব কল্যানে ভারতীয় শিক্ষা নিয়ে ঐতিহাসিক বহু উদাহরণ তুলে ধরে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক রাজীবকুমার পন্থ। তিনি বলেন,
ভারতবর্ষে মেকলে প্রবর্তিত শিক্ষা নীতির প্রবর্তন হওয়ার ফলে ভারতীয় শিক্ষা সংস্কৃতির উপর ব্যাপক  প্রভাব পড়ে ছিল। কিন্তু এবার ভারত বর্ষে নতুন শিক্ষা নীতি প্রবর্তনের ফলে ভাবী প্রজন্ম লাভবান হবে। তিনি ভারতীয় মূল্যবোধ,পরম্পরা তথা মূল্যবোধের শিক্ষার প্রচার ও প্রসারের উপর গুরুত্ব আরোপ করে বলেন এক সমৃদ্ধ শালী দেশের উপর বারবার হানা আসলেও ভারতবাসী তার মোকাবিলা করেন। আর এখনো দেশের প্রতি সমর্পিত হতে হবে। তিনি শিক্ষণ মণ্ডলের প্রতিষ্ঠার প্রেক্ষাপটের সাধুবাদ জানিয়ে বিভিন্ন উদৃতি তুলে ধরে বক্তব্য রাখেন।

এসএস কলেজের অধ্যক্ষ ড. রতন কুমার নিজেকে শিক্ষণ মণ্ডলের একজন সদস্য হিসেবে গর্ব করে ভাবী প্রজন্মকে ভারতীয় মূল্যবোধ কে পাথেয় করে ভারতমাতার সেবায় নিয়োজিত হতে আহ্বান জানান। হাইলাকান্দি শাখার সচিব ড. দেবতোষ চক্রবর্তী এখনও পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব রয়ে গেছে বলে উল্লেখ করে সংগঠনের ঐতিহাসিক প্রেক্ষাপটে আলোচনা করেন।

হাইলাকান্দিতে ভারতীয় শিক্ষণ মণ্ডলের প্রতিষ্ঠা দিবস উদযাপন

এছাড়াও সংঘটনের ঈশান ক্ষেত্রের সংযোজক অখিলেশ শর্মা বক্তব্যের শুরুতে সংগঠনে সূচনা প্রেক্ষাপট তুলে ধরে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। সংগঠনের প্রান্ত সম্পাদক শুভময় ভট্টাচার্য সহ অনেকেই উপস্থিত ছিলেন।

হাইলাকান্দিতে ভারতীয় শিক্ষণ মণ্ডলের প্রতিষ্ঠা দিবস উদযাপন

এদিন বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে সংগঠনের সদস্য সদস্যারা উপস্থিত হয়েছিলেন। তাছাড়া স্থানীয় বিভিন্ন কলেজের অধ্যক্ষ সহ বিশিষ্ট নাগরিকদের সংবর্ধনা জানানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন অধ্যাপিকা তপা কর। স্থানীয় সমিতির পক্ষে অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন ড. যজ্ঞেশ্বর দেব, ড. রম্যব্রত চক্রবর্তী, ড. অসীম কল্যান,ড. দেবাশিস গুহ ঠাকুরতা, ড. গোলাপ নন্দী, ড. অসীম কল্যাণ, ড. মনীষ রায় সহ আরও অনেকে।

Author

Spread the News