বিজেপির জেলা সভাপতি রূপম সাহাকে সংবর্ধনা অগপ-র

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : বিজেপির কাছাড় জেলার সভাপতি রূপম সাহাকে সংবর্ধনা জানাল অগপ। মঙ্গলবার অগপ-র কাছাড় জেলা কমিটির সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া সহ দলীয় নেতারা  কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে গিয়ে সভাপতি রূপম সাহাকে সংবর্ধনা প্রদান করেন। এদিন অগপ দলের কাছাড় জেলার সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া ও বিজেপির কাছাড় জেলার সভাপতি রূপম সাহার দুইজনের মধ্যে আগামী পঞ্চায়েত নির্বাচনে মিত্রজোটের সমর্থিত প্রার্থীদের যৌথভাবে দলীয় নীতি-নিয়ম মেনে জয়যুক্ত করা যায় এই দীর্ঘ সময় উভয়েই সাংগঠনিক ভাবে একে-অপরের সঙ্গে আলোচনা করেন।

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, সহ-সভাপতি রাজেশ দাস, নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস, স্বপন শুক্লবৈদ্য এবং অগপর কাছাড় জেলার দুই সম্পাদকদ্বয় মনিতন সিংহ ও সুজিত শর্মা, সহ-সম্পাদক রুমিম মাঝারভূইয়া, আবিদ রাজা লস্কর সহ অন্যান্যরা।

বিজেপির জেলা সভাপতি রূপম সাহাকে সংবর্ধনা অগপ-র
বিজেপির জেলা সভাপতি রূপম সাহাকে সংবর্ধনা অগপ-র

Author

Spread the News