বন্ধ অটোতে ধাক্কা মেরে দোকানে ঢুকে গেল অল্টো, আহত ৩

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : ধলেশ্বর বাইপাসে আবারও সড়ক দুর্ঘটনা। বাহনের বেপরোয়া গতিতে ভাঙল দোকান। গুরুতর আহত হলেন গাড়ি চালক-সহ ৩। ধলেশ্বর বাইপাসের ডিভাইডারের পয়েন্টের একটি দোকানের সামনে থামিয়ে ছিল একটি অটো। দ্রুত গতিতে হাইলাকান্দি দিক থেকে আসা অল্টো গাড়ি এবং নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা বলে অনুমান করা হচ্ছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটো গাড়িতে থাকা চালক সহ ৩ যাত্রী। স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে কালীনগর সরোজিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা অন্ত্যন্ত বেগতিক থাকায় তাদের শিলচর মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন কালীনগর দ্বিতীয় খণ্ডের মোহাম্মদ পারুল ইসলাম, আব্দুল সালাম ও ইসলাম উদ্দিন।

জানা গেছে, হাইলাকান্দি দিক থেকে আসা অল্টোটি ধাক্কা মারে রাস্তার ধারের থামিয়ে থাকা একটি অটোতে এবং অল্টোর সঙ্গে সংঘর্ষের পর রাস্তার পাশের দোকানে গিয়ে সহজোরে ধাক্কা মারে। দোকান ভেঙে ভিতরে ঢুকে যায় অটো এবং অল্টোটি। এদিকে দুর্ঘটনার যে অভিঘাত, তাতেই স্পষ্ট অল্টো গাড়ির গতি কতটা বেশি ছিল। রাস্তার ধারের দুটি অস্থায়ী দোকানকে ভেঙে তছনছ করে দেয়। দোকানদার ও জখম হয়েছেন বলে খবর রয়েছে। আশপাশের আরও কয়েকটি দোকান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্ধ অটোতে ধাক্কা মেরে দোকানে ঢুকে গেল অল্টো, আহত ৩
বন্ধ অটোতে ধাক্কা মেরে দোকানে ঢুকে গেল অল্টো, আহত ৩

Author

Spread the News