জ্যাকবের জোড়া গোলে সেমিতে বারিকনগর

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : সেমিফাইনালের ছাড়পত্র নিয়ে জোড় লড়াই বারিকনগর ইউনাইটেড এফসি ও সিআর ৭ ফ্যান্স ক্লাবের খেলোয়াড়দের। অবশেষে ২-১ গোলে সেমিফাইনালে স্থান করে নিল গত বছরের চ্যাম্পিয়ন দল বারিকনগর ইউনাইটেড এফসি। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল আক্রমণ প্রতিআক্রমণ। উত্তেজনাপূর্ন ৭০ মিনিটের খেলায় জোড়াগোল করে দলকে সেমি ফাইনালে পৌঁছে দেন জ্যাকব। খেলার প্রথমার্ধ্বের ২৭ ও ৩৫ মিনিটে  দুটি গোল করে দলকে এগিয়ে নেন তিনি।

দ্বিতীয়ার্ধ্বে খেলায় সমতায় ফেরাতে মরিয়া হয়ে উঠে সিআর ৭ ফ্যান্স ক্লাবের খেলোয়াড়রা। ৪২ মিনিটে দামে গোল করে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেন। বেশ কয়েকবার পোস্ট লক্ষ্য করে শট নিলেও সফল হতে পারেননি স্কোরার। খেলার অন্তিম সময়ে পরপর দুটি সুযোগ পেলেও ফায়দা তুলতে পারেনি সিআর ৭ এর খেলোয়াড়রা। শেষে ২-১ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হল তাদের।

জ্যাকবের জোড়া গোলে সেমিতে বারিকনগর
খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি হচ্ছেন অতিথিরা।

এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন জ্যাকব। তার হাতে এসটি স্পোর্টিং ট্রফি তুলে দেন জিপি সভাপতির প্রতিনিধি সামসুর রহমান বড়ভূইয়া, সিপন আহমেদ ও ক্লাবের উপদেষ্টা সমসুর উদ্দিন আহমেদ। খেলা পরিচালনা করেন শামীম আহমেদ বড়ভূইয়া, শংকর ভট্টাচার্য ও শহীদ আহমেদ চৌধুরী। আগামীকাল দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলবে কালাইন চ্যালেঞ্জার্স ক্লাব বনাম সুপার স্টার ক্লাব উত্তর মোহনপুর সোনাই।

Author

Spread the News