বজরং দল দক্ষিণ অসম প্রান্তের ৭ দিবসীয় শৌর্য প্রশিক্ষণ বর্গের সূচনা মাধবধামে

বরাক তরঙ্গ, ৬ জুলাই : বজরং দলের কাজকে সমাজের সর্বস্তরের যুব সমাজের মধ্যে পৌঁছানোর জন্য প্রয়োজন ত্যাগব্রতী আদর্শ নিষ্ঠ কার্য্যকর্তা। যার দ্বারা দিকভ্রান্ত যুব সমাজকে সংগঠিত করে ভারত মাতাকে পরম বৈভবশালী করা। এই উদ্যেশ্যকে সফল করার জন্য শনিবার থেকে শ্রীগৌরীস্থিত মাধবধামে বিশ্ব হিন্দু পরিষদের অন্যতম আয়াম বজরং দলের দক্ষিণ অসম প্রান্তের ৭ দিবসীয় শৌর্য প্রশিক্ষণ বর্গের সূচনা হয়।

এদিন সন্ধ্যায় পরিষদের দক্ষিণ অসম প্রান্ত সভাপতি শান্তনু নায়েক, গুয়াহাটি ক্ষেত্র ধর্ম প্রসার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল প্রদীপ প্রজ্জ্বলন করে এর সূচনা করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ অসম প্রান্ত সম্পাদক সমীর দাস, বজরং দল গুয়াহাটি ক্ষেত্র সংযোজক বিশ্বদীপ ভট্টাচার্য, বজরং দল প্রান্ত সংযোজক প্রীতম দাস, বজরং দল শিলচর বিভাগ সংগঠন মন্ত্রী অমলেন্দু দাস প্রমুখ।

বজরং দল দক্ষিণ অসম প্রান্তের ৭ দিবসীয় শৌর্য প্রশিক্ষণ বর্গের সূচনা মাধবধামে

প্রশিক্ষণ বর্গে বজরং দলের শিলচর বিভাগ থেকে ৪৮ জন, কর্মকুঞ্জ বিভাগ থেকে ৩৪ জন, এবং ডিমা হাসাও থেকে ২জন নিয়ে সর্বমোট ৮৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। আগামী ১৩ জুলাই বজরং দলের শৌর্য প্রশিক্ষণ বর্গের সোমারোপ হবে। শনিবার রাতে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ অসম প্রান্তের প্রচার ও প্রসার প্রমুখ শমীন্দ্র পাল এক প্রেসবার্তায় এখবর জানিয়েছেন।

Author

Spread the News