কাছাড়ে “আমার মাটি আমার দেশ” কার্যসূচির ৩-পর্ব অমৃত কলস যাত্রা

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে “আমার মাটি আমার দেশ” কার্যসূচির অধীনে প্রধানমন্ত্রীর পাঁচটি শপথ বাক্য পাঠ করিয়ে সম্মানিত অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তী রবিবার শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে শিলচর পুরসভা আয়োজিত এক অনুষ্ঠানে শিলচর নির্বাচনী এলাকার ইউএলবি স্তরের অমৃত কলস যাত্রা ৩-পর্ব এর অনুষ্ঠানে বক্তব্য তুলে ধরেন।

কাছাড়ে "আমার মাটি আমার দেশ" কার্যসূচির ৩-পর্ব অমৃত কলস যাত্রা

শিলচরের ডিএসএ গ্রাউন্ড থেকে বের হয়ে পুর এলাকার ২৮টি ওয়ার্ড থেকে মাটি সংগ্রহ করে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে এসে মিলিত হয়ে আয়োজিত এই সভায় বিধায়ক চক্রবর্তী  আত্মসহায়ক গোষ্ঠী, অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী এবং বিভিন্ন অঞ্চল থেকে আসা মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ অনুসারে কাছাড়ে আজাদি-কা-অমৃত মহোৎসবের ‘আমার মাটি আমার দেশ’ কার্যসূচির অমৃত কলস যাত্রা তৃতীয় কর্মসূচী। শিলচরের পুর এলাকার ২৮টি ওয়ার্ড থেকে মাটি সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে তৃতীয় কর্মসূচী হিসেবে। সকালবেলা শিলচর ব্লকে ১১ টা জিপি নিয়ে অমৃত কলস যাত্রার কার্যসূচী অনুষ্ঠিত করেছি এবং এরআগে প্রথম ও দ্বিতীয় কার্যসূচী হিসেবে বিভিন্ন সভা, জেলার সমস্ত গাও পঞ্চায়েত, ব্লক, কেন্দ্রের মাটি সংগ্রহ করা হয়েছে, সমগ্র রাজ্যের ৫৪০ টি কলসের মধ্যে  ২৭০ টি কলস ব্যবহৃত হবে শহিদ কনকলতা ইউনিভার্সিটির জন্য, এখানে সকল ওয়ার্ডের সমস্ত মাটি মিশ্রণ করে দু’টি কলসের মধ্যে ভরে আগামী ২৭ অক্টোবর এর একটি গুয়াহাটিতে এবং পরবর্তীতে গুয়াহাটি থেকে ২৮ অক্টোবর দিল্লি নিয়ে গিয়ে অমৃত বাটিকায় দেওয়া হবে। বিধায়ক চক্রবর্তী তার বক্তব্যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বীর শহিদদের প্রতি শ্রদ্ধা এবং দেশের সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকার কিভাবে কাজ করছে এবং বিশ্বের মধ্যে কিভাবে শ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তুলছে এর বিস্তৃত ভাবে উল্লেখ করেন।

কাছাড়ে "আমার মাটি আমার দেশ" কার্যসূচির ৩-পর্ব অমৃত কলস যাত্রা

অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের ভারত সেবাশ্রম সংঘ প্রধান সংগঠক স্বামী সাধনানন্দ জি মহারাজ, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ভারতবর্ষের পৌরাণিক এবং আধ্যাত্মিক বিভিন্ন তথ্যের আধার করে ভারতে যে যুগে যুগে মহাপুরুষের আবির্ভাব হয়ে থাকে এর বিস্তৃত ব্যাখ্যা করেন এবং অমৃত কলস যাত্রার মূল ভাবাদর্শকে তুলে ধরেন। অনুষ্ঠানে  উপস্থিত কাছাড়ের জেলা কমিশনার রোহনকুমার ঝা আমার মাটি আমার দেশ কার্যসূচির অমৃত কলস যাত্রার বিস্তারিত কার্যসূচি কিভাবে রুপায়ন করা হচ্ছে তা তুলে ধরেন এবং বলেন, আগামী  ২৫ অক্টোবর থেকে কাছাড়ে সংস্কৃতিক মহা সংগ্রাম এবং ১ নভেম্বর তারিখ থেকে যে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে এতে ব্লক, কেন্দ্র, জেলা এবং রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান। শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন কাছাড়ের জেলা উন্নয়ন কমিশনার তথা শিলচর পুরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার রাজিব রায়। পরে শিলচরের ২৮ টি মাটি মিশ্রণ করে দু’টি কলসে রাখা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিপ্লব বিশ্বাস, এছাড়া সঙ্গীত ও নৃত্য প্রদর্শন করা হয়।

Author

Spread the News