অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধন, ৫ মহিলা চিকিৎসককে সংবর্ধনা

অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধন, ৫ মহিলা চিকিৎসককে সংবর্ধনা

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : শিলচর বিগ বাজেটের পূজা ৬৯ তম দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটির মণ্ডপ উদ্বোধন করা হয়। সোমবার চতুর্থীতে মণ্ডপের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ গণধিশানন্দজি মহারাজ। এরপর প্রদীপ প্রজ্জলনের করে শারদীয় দুর্গোৎসবের সূচনা করেন মিশনের মহারাজ।

এ দিন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর ডিএসএ-র প্রাক্তন সভাপতি বাবুল হোড়, প্রদেশ বিজেপির সম্পাদক কণাদ পুরকায়স্থ সহ অন্যান্যরা।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আয়োজকরা জানান বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবার দুর্গাপূজো পালন করতে যাচ্ছেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজন মহিলা চিকিৎসককে সংবর্ধনা প্রদান করা হয়। এ ছাড়া কমিটির পক্ষ থেকে অরুনকুমার ধর স্মৃতিতে ২০০ জন দুঃস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।

অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধন, ৫ মহিলা চিকিৎসককে সংবর্ধনা
মহারাজের হাতে স্মারক তুলে দিচ্ছেন পূজা কমিটির জনৈক কর্মকর্তা।

কমিটির কর্মকর্তারা জানান, প্রতিমায় স্বর্ণের প্রলেপ দিয়ে তৈরী এবং প্যান্ডেলও স্বর্ণের প্রলেপ থাকবে। আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপ, প্রতিমা সবকিছুতেই বিশেষ আকর্ষণ থাকবে দর্শনার্থীদের মন করার জন্য। পুজোর চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী দিন পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুজোর প্রতিটি অনুষ্ঠানে এবং পূজার্চনায় শহরবাসীকে উপস্থিত থাকার আহ্বান জানান কমিটির কর্মকর্তারা।

অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধন, ৫ মহিলা চিকিৎসককে সংবর্ধনা

Author

Spread the News