আজমল সুপার ৪০ বদরপুরের শিক্ষক দিবস উদযাপন
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালন করল আজমল সুপার ৪০ এর বদরপুর ক্যাম্পাস। এ উপলক্ষে মঙ্গলবার সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে সুপার ৪০ বদরপুরের ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের অডিটোরিয়াম হলে শিক্ষকদের সংবর্ধনা প্রদানের লক্ষ্যে এক সভার আয়োজন করে। সভার শুরুতে ছাত্রছাত্রীরা বিভিন্ন দেশাত্মবোধক সঙ্গীত এবং ছাত্র-শিক্ষকের সম্পর্ক ও শিক্ষকদের সম্মান প্রদর্শন ইত্যাদি নিয়ে নাট্য পরিবেশনা করে অনুষ্ঠানকে মাতিয়ে তুলে। এরপর শিক্ষক দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সুপার ৪০ এর শিক্ষার্থীদের মধ্যে জাহেদা খানম চৌধুরী, নাজিয়া ফেরদৌসি, মুফতিদা এলিন তাপাদার, লুবাবা ফারহানা চৌধুরী, বুশরা অদুদ চৌধুরী, আফরিন রোশন চৌধুরী, তানিয়া আব্বাস চৌধুরী, মহসিনা বেগম, মুসকান সবনম, মাহিরা তাহসিন প্রমুখ। প্রত্যেকজনেই নিজ নিজ বক্তব্যে বলেন শিক্ষকরাই জাতির মেরুদণ্ড। শিক্ষকরাই সমাজের আসল কারিগর। শিক্ষকরাই সমস্ত বিশ্বের সমাজ ব্যবস্থাকে প্রকৃত আলোর পথ দেখায়। তাই শিক্ষকদের দেখানো সঠিক আলোর পথে আমাদের এগিয়ে যেতে হবে বলে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা।
এদিনের অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় আজমল সুপার-৪০ বদরপুরের প্রজেক্ট এডমিনিস্ট্রেটর সাহাব উদ্দিন, সেন্টার ইনচার্জ মুদাসির হামিদ, শিক্ষক শ্বেখ আফতাব আলম, সুভম ঘোষ, নুর আহমদ মাঝারভূইয়া, এজাজ আহমদ শ্বেখ, ওয়াসিম আক্রাম, এজেডএম ইকবাল খান, সাহিদুল আলম সিদ্দিকী, মাসুমা খাতুন, সাহিফা খানম প্রমুখ। সংবর্ধিতরা শিক্ষার্থীদের এমন ধরণের সম্মান প্রদর্শনের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আগামীদিনে প্রত্যেকজন শিক্ষার্থীরা সুশিক্ষিত হওয়ার পাশাপাশি প্রকৃত মানব হয়ে গড়ে উঠে সমাজ ও দেশের স্বার্থে কাজ করে যাওয়ার আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন জিয়াউর রহমান।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।