যুগশঙ্খ স্কুল ফুটবলের সেমিতে অধরচাঁদ-বিদ্যাপীঠ

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৫ যুগশঙ্খ কাপ স্কুল ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে অধরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুল সহজেই ৩-০ গোলে ওরিয়েন্টাল হাইস্কুলকে পরাজিত করে। বিষ্ণু ভূমিজ জোড়া গোল করেন যথাক্রমে ১২ এবং ২৪ মিনিটে। ৪৩ মিনিটে অন্য গোলটি করেন অরুণান্দ ত্রিপুরা। ম্যাচ সেরা বিষ্ণুর হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার যতীন্দ্রমোহন দাস। পরের ম্যাচে মাঠ মাতিয়ে রাখলেন ভিকি সিন্ডাই। বুধবার সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে অনুষ্ঠিত এদিনের দ্বিতীয় ম্যাচে ডনবস্কো এইচএস স্কুলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ৬ গোল করে ম্যাচ সেরা হন ভিকি। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের এই ম্যাচ একপেশে করে তোলেন ভিকি। ৩ মিনিটেই দলের খাতা খোলেন তিনি। মোট ৭-০ গোলে জিতে সেমিফাইনালে গেল তাঁর দল বিদ্যাপীঠ।  বিদ্যাপীঠের অন্য গোলটি করেন শিবা দুষাদ। ৩২ মিনিটে।

এসসি দেব বিদ্যাপীঠের খুঁদে ফুটবলার ভিকি ইতিমধ্যে তিন ম্যাচে অংশ নিয়ে তিনটিতেই হ্যাটট্রিক করেছেন। সব মিলিয়ে ১৩ গোল করলেন ভিকি। এর আগের দু ম্যাচে পান ৪ এবং ৩টি করে গোল।

শিলচর ফুটবল অ্যাকাডেমির আবাসিক শিবিরের এই প্রতিভাবান ফুটবলার পরের পাঁচ গোল করেন ২৯, ৩০, ৪২, ৪৪ ও ৪৬ মিনিটে। আসরে নজর কাড়ছেন অ্যাকাডেমির আরেক ফুটবলার রায়মন্ড পোলং। বিদ্যাপীঠের মাঝমাঠের দায়িত্ব দারুণভাবে সামলাচ্ছেন তিনি। এদিন সেরা ফুটবলার ভিকির হাতে সেরার পুরস্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার জহরলাল পাল।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News