ফের উত্তপ্ত জিরিবাম, মার গ্রামে আগুন, মৃত্যু শিক্ষিকার

ফের উত্তপ্ত জিরিবাম, মার গ্রামে আগুন, মৃত্যু শিক্ষিকার

কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৮ নভেম্বর : জিরিবাম ফের উত্তপ্ত। মণিপুরের গোষ্ঠী সংঘর্ষের প্রভাব জিরিবামে মারাত্মক পড়েছিল। সংঘর্ষের ফলে প্রাণ হারালেন এক শিক্ষিকা। গ্রামে আগুন ধরিয়ে দিলে একটি আবাসে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু ঘটে বছর ৩২ এর মহিলার। এ ঘটনায় ফের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

কিছুদিন বিরতির পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে। মণিপুরি- কুকি সংঘর্ষের পর এবার জিরিবামে মার সম্প্রদায় অধ‍্যুষিত একটি গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। জিরিবামের জাইরন ভিলেজ মার সম্প্রদায়ের বসতি থাকা একটি ভিলেজ। বৃহস্পতিবার হামলা চালায় একদল দুষ্কৃতকারী দল। গ্রামের ঘরবাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। দীর্ঘ দুই আড়াই ঘন্টা গুলি চালানোর পর শুরু হয় অগ্নিসংযোগ। অগ্নিসংযোগ করে একে একে ২১ টি ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। মার সম্প্রদায়ের একজন মহিলাকে ঘরের ভিতরে জীবন্ত অগ্নিদগ্ধ করা হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে নিহত মহিলার নাম সাংকিম মার (৩২)। তার স্বামীর নাম নুরথানসাং মার। হত মহিলা এক বেসরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন। তাদের তিনজন অবুঝ শিশু সন্তান রয়েছে। মার ভিলেজের লোকজন অন‍্যত্র আশ্রয় নিয়েছেন। এই ঘটনা নিয়ে জিরিবাম জেলা জুড়ে নতুন করে আতঙ্কের আবহ তৈরি হয়েছে।

ফের উত্তপ্ত জিরিবাম, মার গ্রামে আগুন, মৃত্যু শিক্ষিকার

ইন্ডিজেনাস ট্রাইভেল এডভোকেসি কমিটি এক প্রেস বার্তায় এই ঘটনার জন্য মৈতৈ উগ্রপন্থী সংগঠন ও আরামবাই থ‍্যাঙ্গল সংগঠনকে দায়ী করেছে। মৈতৈ উগ্রপন্থী ও আরামবাই থ‍্যাঙ্গল সংগঠনের সদস্যরা বৃহস্পতিবার রাতে দলবদ্ধ ভাবে জাইরন ভিলিজে গুলিবর্ষণ করে একে একে ২১টি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিয়েছে বলে প্রেস বার্তায় উল্লেখ করা হয়।সঙ্গে তিন সন্তানের জননী একজন মহিলাকে জীবন্ত অগ্নিদগ্ধ করা হয়েছে। এই ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইন্ডিজেনাস ট্রাইভেল এডভোকেসি কমিটির নেতৃবৃন্দ।

Author

Spread the News