বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে মদের দোকান, ধিক্কার এআইডিএসও’র

বরাক তরঙ্গ, ২৫ মে : গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে মদের দোকান চালুর ঘটনার তীব্ৰ ধিক্কার জানিয়েছে এআইডিএসও’র অসম রাজ্য কমিটি। কমিটি পক্ষ থেকে রাজ্য সম্পাদক হেমন্ত পেগু এক প্রেস বার্তায় বলেন, এধরণের সরকারি পদক্ষেপ ছাত্ৰ যুবকদের নৈতিক মেরুদণ্ডকে ধ্বংস করবে। মদ বিক্রিতে উৎসাহ প্রদানকারী ভারতীয় সভ্যতা-সংস্কৃতির তথাকথিত ধ্বজাধারী রাজ্য সরকারের এধরনের নিকৃষ্ট কৰ্মকাণ্ডের বিরুদ্ধে প্ৰতিবাদে গৰ্জে উঠতে রাজ্যের ছাত্ৰ, যুব, মহিলা ও সৰ্বস্তরের জনগণের প্ৰতি সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানান তিনি। পাশাপাশি রাজ্য সরকারকে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের জন্য জোরালো দাবি উত্থাপন করেন সম্পাদক পেগু।

বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে মদের দোকান, ধিক্কার এআইডিএসও'র

Author

Spread the News