ঝড় ও ভারি বৃষ্টিতে মৃত্যু ১৩ জনের, আহত ৯২
২৫ মে : পাকিস্তানের পঞ্জাব প্রদেশে হঠাৎ করেই শুরু হওয়া প্রবল ঝড় ও ভারি বৃষ্টিতে তৈরি হয়েছে ভয়াবহ মানবিক পরিস্থিতি। দুর্যোগে ইতোমধ্যে নিহত হয়েছেন অন্তত ১৩ জন এবং আহত আরও ৯২ জনের বেশি। মৃতদের মধ্যে রয়েছেন ঘরবাড়ি ধসে পড়া ও বজ্রপাতে নিহত সাধারণ মানুষ ও শ্রমিকরা। প্রাকৃতিক দুর্যোগের এমন ভয়াবহতায় সাধারণ মানুষ আবারও নিরাপত্তাহীনতায় ভুগছেন। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল।
শনিবার থেকে শুরু হওয়া তীব্র ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে পঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন ধসে পড়ায় প্রাণ হারিয়েছেন বেশিরভাগ মানুষ। স্থানীয় একটি কারখানার ছাদ ঝড়ো বাতাসে ভেঙে পড়লে মারা যান এক শ্রমিক এবং আহত হন আরও পাঁচজন। একজন ব্যক্তি বজ্রপাতে প্রাণ হারান বলে নিশ্চিত করেছে পাকিস্তানের সরকারি টেলিভিশন। এমন পরিস্থিতির আগেই পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) সতর্কবার্তা দিয়েছিল, যেখানে বলা হয় ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ। খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।
