বিশেষ রাজনৈতিক দলের সুবিধার জন্য গ্রাম পঞ্চায়েত ডিলিমিটেশন : নরসিংহপুর ব্লক কংগ্রেস

জেলা কংগ্রেস সভাপতির কুশপুতুল পোড়ানোর নিন্দা ও ধিক্কার

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : সদ্য প্রকাশিত গ্রাম পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া অযৌক্তিক। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে নরসিংহপুর ব্লক কংগ্রেসের কর্মকর্তারা বলেন, এই ডিলিমিটেশন খসড়া কোনও ভাবে মেনে নেওয়া যায় না। সাংবাদিক সম্মেলনে নরসিংহপুর ব্লক কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আমির হোসেন লস্কর অভিযোগ তুলে বলেন, বিশেষ একটি রাজনৈতিক দলের সুবিধার জন্য গ্রাম পঞ্চায়েত এলাকা ডিলিমিটেশন করা হয়েছে। এছাড়া নরসিংহপুর ব্লক ওবিসি সেলের সভাপতি হরিমোহন কৈরী  বলেন, জনগণকে অন্ধকারে রেখে মনগড়া ডিলিমিটেশন মেনে নেওয়া যায় না। তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এনিয়ে জেলা কংগ্রেস যে পদক্ষেপ নেবে তাতে নরসিংহপুর ব্লক কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন তীব্র গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে পিছপা হবে না।

নরসিংহপুর ব্লক কংগ্রেস সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন লস্কর রাতের অন্ধকারে জেলা কংগ্রেস সভাপতির কুশপুতুল পোড়ানো হচ্ছে বিজেপির ইশারায়।  এরা দলীয় অনুশাসন ভঙ্গ করেছে তাই তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে জেলা কংগ্রেস সভাপতির কাছে আবেদন জানান তিনি। এ দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নরসিংহপুর ব্লক কংগ্রেসের সহসভাপতি বাবুর উদ্দিন বড়ভূইয়া।

বিশেষ রাজনৈতিক দলের সুবিধার জন্য গ্রাম পঞ্চায়েত ডিলিমিটেশন : নরসিংহপুর ব্লক কংগ্রেস
বিশেষ রাজনৈতিক দলের সুবিধার জন্য গ্রাম পঞ্চায়েত ডিলিমিটেশন : নরসিংহপুর ব্লক কংগ্রেস

Author

Spread the News