গুমড়ায় সিলিন্ডার বোঝাই লরির ধাক্কায় হত স্কুল ছাত্রী
ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : গুমড়ায় ৬ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ হারাল এক স্কুল ছাত্রী। মঙ্গলবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। স্থানীয় সূত্রে জানা যায় শিলচর দিক থেকে সিলিন্ডার বোঝাই লরি স্কুল ছাত্রী সাহানিয়া পারভিন বড়ভূইয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। খেলমা সপ্তম খণ্ডের সাহানিয়া পারভিন ওরফে সানিয়া
গুমড়া এমই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।
দুর্ঘটনার পর চালক লরি নিয়ে পালাতে চাইলে জনতার হাতে ধরা পড়ে যায়। এ দিকে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বসেন। প্রায় তিন ঘণ্টা অবরোধ চলে। সার্কল অফিসার পৌঁছে জনতাকে দাবিগুলো নিয়ে আশ্বস্ত করলে অবরোধ মুক্ত হয়।