মসজিদের নীচে মন্দির খোঁজে হিন্দুদের নেতা হওয়া, অসন্তোষ ভাগবত

২০ ডিসেম্বর : দেশজুড়ে যেভাবে নানা জায়গায় মসজিদের নীচে মন্দির খোঁজা হচ্ছে তা মোটেই সমর্থনযোগ্য নয়। বৃহস্পতিবার পুণেতে একটি ধর্মীয় সভার অনুষ্ঠানে এ মন্তব্য করেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। মোহন ভাগবত (Mohan Bhagwat) বলেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর কিছু মানুষ মনে করেন, এই ধরনের বিষয় উত্থাপন করে তাঁরা হিন্দুদের নেতা হতে পারেন। ভাগবত নতুন বিতর্কের উত্থানেও অসন্তোষ প্রকাশ করেছন।

মোহন ভাগবত (Mohan Bhagwat) বলেন, রাম মন্দির তৈরি হয়েছে কারণ এটি সমস্ত হিন্দুদের বিশ্বাসের বিষয়। প্রতিদিনই নতুন নতুন বিতর্কের সৃষ্টি হচ্ছে। কীভাবে এর অনুমতি দেওয়া যেতে পারে? আর চলতে পারে না। ভারতকে দেখাতে হবে যে আমরা একসঙ্গে থাকতে পারি। তিনি বলেন, বাইরের কিছু গোষ্ঠী তাদের সঙ্গে মৌলবাদ নিয়ে এসেছে এবং তারা চায় তাদের পুরনো শাসন ফিরে আসুক। কিন্তু এখন দেশ সংবিধান অনুযায়ী চলে। এই ব্যবস্থায় জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে, যারা সরকার চালায়। আধিপত্যের দিন চলে গেছে। তিনি বলেন, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের শাসনও একই ধরনের গোঁড়ামির জন্য পরিচিত ছিল, যদিও তাঁর বংশধর বাহাদুর শাহ জাফর ১৮৫৭ সালে গোহত্যা নিষিদ্ধ করেছিলেন।

তিনি বলেন, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে অযোধ্যায় রাম মন্দির হিন্দুদের দেওয়া উচিত, কিন্তু ব্রিটিশরা তা বুঝতে পেরেছিল এবং দুই সম্প্রদায়ের মধ্যে ফাটল সৃষ্টি করেছিল। তারপর থেকে বিচ্ছিন্নতাবাদের মনোভাব গড়ে ওঠে। ফলস্বরূপ, পাকিস্তান অস্তিত্বে আসে। ভাগবত বলেন, সবাই যদি নিজেকে ভারতীয় মনে করে, তাহলে কেন ‘আধিপত্যের ভাষা’ ব্যবহার করা হচ্ছে। কে সংখ্যালঘু আর কে সংখ্যাগরিষ্ঠ? এখানে সবাই সমান। এই দেশের ঐতিহ্য হল যে প্রত্যেকে তাদের নিজস্ব উপাসনার পদ্ধতি অনুসরণ করতে পারে। যা প্রয়োজন তা হল সৎ বিশ্বাসে জীবনযাপন করা এবং নিয়ম ও আইন মেনে চলা।

মসজিদের নীচে মন্দির খোঁজে হিন্দুদের নেতা হওয়া, অসন্তোষ ভাগবত

Author

Spread the News