লোয়াইরপোয়া মণ্ডলের নয়া সভানেত্রী সম্পারানি, পাথারকান্দিতে বহাল শশীবাবু
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : শুক্রবার শ্রীভূমি জেলার বিজেপির মণ্ডল সভাপতির নাম ঘোষণা করা হল। পাথারকান্দি কেন্দ্রের লোয়াইরপোয়া মণ্ডলের নয়া সভানেত্রী হন সম্পারানি চৌধুরী ও দ্বিতীয়বারের মত পাথারকান্দি মণ্ডল সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন শশীবাবু সিনহা ওরফে মানিক্য। সম্পারানি দীর্ঘ বারো বছর সভাপতির পদে নিয়োজিত থাকা হৃষিকেশ নন্দীর স্থালাভিষুক্ত হন। এতে শুক্রবারের সভায় লোয়াইরপোয়াতে নবাগত মণ্ডল সভানেত্রী শম্পারানি চৌধুরীকে বরণ করার পাশাপাশি প্রাক্তন সভাপতি হৃষিকেশ নন্দীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এতে নন্দী বাবুর বিদায়ে বেলা পুরো সভা একদিকে বিমর্ষ হয়ে উঠে। কেননা হৃষিকেশ নন্দী দলের দু’র্দিনে সংগঠনের হাল ধরে তৃণমূল স্তরে দলের প্রচার ও প্রসার ঘটিয়েছেন। তা আজ জোর গলায় স্বীকার করেন দলের বরিষ্ট কার্যকর্তারা। দলের কর্মীরা কংগ্রেসের দাপটে সামনে বেরিয়ে দলীয় কাজ করতে দস্তুরমত ভয় পেতেন। এমন পরিস্থিতিতে হৃষিকেশবাবু বটবৃক্ষের মত দাঁড়িয়ে সিমীত সংখ্যক কার্যকর্তাদের দলের সাংগঠনিক স্থিতি মজবুত করতে মনে প্রাণে কাজ করে গেছেন।
এ দিকে, দ্বিতীয়বারের মত পাথারকান্দি মণ্ডল সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন শশীবাবু সিনহা ওরফে মানিক্য। এনিয়ে বেজায় উৎফুল্লিত মণ্ডলের পদাধিকারী সহ তৃণমূল স্তরের কর্মীরা। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি চলে মিষ্টিমুখও। শুক্রবার সন্ধ্যায় এনিয়ে পাথারকান্দি মণ্ডলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নব নিযুক্তিপ্রাপ্ত মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা তাঁর কাঁধে পুনরায় মণ্ডলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবার জন্য জেলা সহ রাজ্যের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সর্বোপরি তিনি বৃহত্তর কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তার কাজের উপর বিশ্বাস রেখে দল যে পুনরায় তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে সেই বিশ্বাস অটুট রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এবং আগামীদিনে তিনি দলের জ্যৈষ্ঠ কার্যকর্তাদের সুপরামর্শ পাথেয় করে তৃণমূল স্তরের কর্মকর্তাদের নিয়ে দলীয় কাজে ঝাঁপিয়ে পড়বেন বলে অঙ্গীকার করেন।