বরাকের তিন সাংবাদিক পাচ্ছেন জাফা অ্যাওয়ার্ড

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : জাফা অ্য়াচিভার্স অ্যাওয়ার্ড-২০২৪” অসমের কুড়ি জন গ্রামীণ সাংবাদিক মধ্যে বরাকের তিন সাংবাদিক রয়েছেন। তাঁরা হলেন শ্রীভূমির জেলার অরূপ রায়, হাইলাকান্দির অমিত দাস ও শিলচরের মনজুর আহমদ বড়ভূইয়া।

জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব অসম রাজ্যের বিভিন্ন জেলার কুড়িজন সাংবাদিককে তাঁদের কর্মক্ষেত্রে কৃতিত্ব প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ এই অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করছে।

বরাকের তিন সাংবাদিক পাচ্ছেন জাফা অ্যাওয়ার্ড

Author

Spread the News