বরাকের তিন সাংবাদিক পাচ্ছেন জাফা অ্যাওয়ার্ড
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : জাফা অ্য়াচিভার্স অ্যাওয়ার্ড-২০২৪” অসমের কুড়ি জন গ্রামীণ সাংবাদিক মধ্যে বরাকের তিন সাংবাদিক রয়েছেন। তাঁরা হলেন শ্রীভূমির জেলার অরূপ রায়, হাইলাকান্দির অমিত দাস ও শিলচরের মনজুর আহমদ বড়ভূইয়া।
জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব অসম রাজ্যের বিভিন্ন জেলার কুড়িজন সাংবাদিককে তাঁদের কর্মক্ষেত্রে কৃতিত্ব প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ এই অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করছে।