পুস্ত সহ মিনি ট্রাক আটক রাঙ্গিরখাড়ি পুলিশের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : পুস্ত সহ একটি মিনি ট্রাক আটক করল রাঙ্গিরখাড়ি পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় রাঙিরখাড়ি পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে এএস ১১ ইসি ৭৩৬৭ নম্বরের একটি মিনি ট্রাক থেকে ৭৩ বস্তা অবৈধ পুস্ত উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া প্রত্যেক বস্তায় প্রায় ৫৩ কেজি পুস্ত ছিল বলে জানা যায়। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ বাহন সহ বস্তা ভর্তি অবৈধ পুস্ত উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুস্ত সহ মিনি ট্রাক আটক রাঙ্গিরখাড়ি পুলিশের

Author

Spread the News