ভর ও রাজভর জাতিকে ওবিসিতে অন্তর্ভুক্ত হওয়ায় সরকারকে সাধুবাদ
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : রাজ্য সরকার ভর ও রাজভর জাতিকে অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসিতে অন্তর্ভুক্ত করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন পাথারকান্দি বিধানসভা অঞ্চলের ভর সমাজের লোকজন। শুক্রবার সোনাখিরা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে অল আসাম ভর সমাজ লঙাই ভ্যালির সাধারণ সচিব মনমোহন ভর দীর্ঘ দিনের প্রচেষ্টার পর গত ১৬ ডিসেম্বর তারিখে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার ভর ও রাজভর জাতিকে ওবিসিতে অন্তর্ভুক্তি করেছে তাই তিনি প্রত্যেক বিধায়ক, সাংসদ ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এদিকে, শ্রীভূমি জেলার ভর সমাজের সাধারণ সম্পাদক তথা বিজেপি নেতা রাজেন্দ্র ভরদ্বাজ সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী পীযূষ হাজরিকা, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক বিজয় মালাকার, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ও বিধায়ক মিহিরকান্তি সোমের অনেক পরিশ্রমের ফলে আজ আমরা ভর ও রাজভর সমাজের লোকজন ওবিসি তে অন্তর্ভুক্তি পেয়েছি। ওবিসি জাতির প্রমাণ পত্র না থাকায় গোটা অসমের ছয় লক্ষ পঁচিশ হাজার মানুষ বঞ্চিত ছিলেন। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির সরকার যখন থেকে ক্ষমতায় এসেছে তখন থেকে এই দল প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে সমাজের পিছিয়ে পড়া ব্যক্তির ও উন্নতি হচ্ছে , ভারতীয় জনতা পার্টি যা বলে তা করে দেখিয়ে দেয় সমাজে পিছিয়ে পড়া জাতির কী প্রায়োজন কী ভাবে তাদের উন্নতি হবে সেটাই চিন্তা করে ভারতীয় জনতা পার্টি। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী শ্রীভূমিতে এসে আশ্বাস দিয়েছিলেন এ বিষয় আর গুয়াহাটিতে যেতে হবে না শীঘ্রই কাজ হয়ে যাবে এবং তা হয়েছে।তাই তিনি গোটা ভর ও রাজভর সমাজের পক্ষ থেকে অসম সরকার লকে ধন্যবাদ জানিয়েছেন। এদিন উপস্থিত ছিলেন ভর সমাজের সভাপতি রাম বচন ভর, প্রকাশ ভর, চন্দন ভর, উমেশ ভর, গণেশ ভর, সম্পত লাল ভর, সন্তোষমোহন ভর, সুদর্শন ভর প্রমুখ সহ অন্যান্যরা।