বিশ্বকবির প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন দীপায়ন চক্রবর্তীর

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : ২২ শ্রাবণ তথা বুধবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস উপলক্ষে শিলচর ইন্ডিয়া ক্লাব পয়েন্ট স্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাঙ্গ মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ সহ মাল্যদান করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বক্তব্যে বিধায়ক দীপায়ন বলেন, এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কবি, সাহিত্যিক, চিত্রকার, সুরকার, গীতিকার, দার্শনিক বহু গুনে গুনান্বিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আখ্যায়িত করা হয় সর্বশ্রেষ্ঠ বাঙালি কবি হিসেবে। তিনিই একমাত্র কবি, যিনি ভারত ও বাংলাদেশের দু’টি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তাঁর সাহিত্যের আবেদন বিশ্বজনীন। তাঁর গান বাঙালির নিত্যদিনের জীবনচর্চায় মিশে আছে গভীরভাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোয়া লাগেনি, সাহিত্যের এমন কোনো শাখা নেই। জীবন চলার পথের সব অনুভূতিকে বৈচিত্র্যময় ভাষা আর শব্দের মাধ্যমে কালি ও কলমে প্রতিষ্ঠা করেছেন তিনি।তাঁর জন্ম ও প্রয়াণ দিবস পালন করা প্রত্যেকটি ভারতীয়দের কর্তব্য।

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর ব্লক মন্ডল বিজেপির সভাপতি শ্যামল কান্তি দেব,মধ্য শহর বিজেপির সভাপতি হীরক চৌধুরী, নিউ শিলচর বিজেপির সভাপতি দুলাল দাস, বিপ্লব দেবনাথ সহ অন্যান্যরা। সবশেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাঙ্গ মূর্তির পাদুদশে দাঁড়িয়ে সবাই মিলে একই সুরে কবিগুরুর লেখা জাতীয় সঙ্গীত গেয়ে  শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিশ্বকবির প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন দীপায়ন চক্রবর্তীর

Author

Spread the News