পাটোয়ারীর উৎকোচ নেওয়ার ভিডিও ভাইরাল

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কড়া হুঁশিয়ারি থাকা সত্ত্বেও একাংশ সরকারি কর্মচারী টু পাইস কামানোর জন্য কখনও নিজেই উৎকোচ নিচ্ছেন, আবার কখনও দালাল সহযোগে উৎকোচ নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রীর দুর্নীতি বন্ধের কড়া নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে একাংশ পাটোয়ারীর উৎকোচ নেওয়ার এক ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় যে, জনৈক পাটোয়ারী একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা সংগ্রহ করছেন। তবে ভিডিওটি যাচাই করেনি বরাক তরঙ্গ।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকেই তিনি এধরনের ভয়ঙ্কর কীর্তি চালিয়ে যাচ্ছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শৰ্মা বলেছেন সমগ্র অসমে ঘুষের বাজার বন্ধ হতে হবে। সেখানে এই সাহাদত নামের পাটোয়ারী মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশকে অমান্য করে ঘুষের বা উৎকোচের বিনিময়ে কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি একজন সরকারি কর্মচারী হয়ে উৎকোচের বাজার তৈরি করেছেন। একাংশ ব্যক্তি  উৎকোচ দিয়ে বলছেন, তাদের জমি যেন ভারত মালা প্রকল্পের জমি অধিগ্রহণের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। অনেকেই আবার নামের কথা উল্লেখ করে বলেন, অমুক নামের স্থানে তমুক নাম বসবে। এরজন্যই উৎকোচ দেওয়া! এমন ভিডিও ভাইরাল হওয়ায় চাঞ্চল্য দেখা দেয় কাটিগড়ায়।

পাটোয়ারীর উৎকোচ নেওয়ার ভিডিও ভাইরাল

Author

Spread the News