আন্তর্জাতিক বুদ্ধ শান্তি পুরস্কারে ভূষিত ডাঃ সম্বুদ্ধ ধর

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : ড. বিআর আম্বেদকর আন্তর্জাতিক বুদ্ধ শান্তি পুরস্কারে ভূষিত হলেন বিশিষ্ট  নিউরোসার্জন ডাঃ সম্বুদ্ধ ধর। বুধবার কলকাতায় গভর্নর হাউসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড. সিভি আনন্দ বোসের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন তিনি। মাত্র ৩৭ বছর বয়সে নিউরোসার্জারির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিখ্যাত গায়ক পদ্মভূষণ উদিত নারায়ণসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ডাঃ ধর বলেন, এই পুরস্কারে ভূষিত হয়ে তিনি নিজেকে সম্মানিত মনে করছেন। 

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ডাঃ ধরকে চিকিৎসা ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য “গৌরব শ্রী সম্মান ২০২৩” প্রদান করা হয়। মহারাষ্ট্রের গভর্নর ভগত সিং কোশিয়ারি মুম্বাইয়ের রাজভবনে তাঁকে এই পুরস্কার প্রদান করেন। ত্রিপুরার বাসিন্দা ডাঃ সম্বুদ্ধ ধর  পন্ডিচেরির জওহরলাল ইনস্টিটিউট অব পোস্ট গ্র‍্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (জেআইপিএমইআর) থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। একই প্রতিষ্ঠান থেকে জেনারেল সার্জারিতে এমএস এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, বারাণসী থেকে এমসিএইচ-নিউরোসার্জারি করেন। তিনি ২০২১ সালের অক্টোবরে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যোগদান করেন।

Author

Spread the News