ফ্রিজ থেকে উদ্ধার তরুণীর ৩০ টুকরো দেহ, শ্রদ্ধা কাণ্ডের পুনরাবৃত্তি দেশে
২২ সেপ্টেম্বর : দিল্লির শ্রদ্ধা কাণ্ডের পুনরাবৃত্তি। ফ্রিজ থেকে উদ্ধার এক তরুণীর ৩০ টুকরো দেহ। একটি ফ্ল্যাট থেকেই তরুণীর দেহ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই দেহের টুকরো গুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। শনিবার বিকেলেই ভ্যালিকাভাল এলাকার একটি ফ্ল্যাট থেকে ২৬ বছরের তরুণীর ৩০ টুকরো দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিকেলে ওই চত্বরে পচা, দুর্গন্ধ বের হয়। যা থেকেই পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে ওই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হয়।
পুলিশে আরও জানিয়েছে, খুনের ঘটনায় কে বা কারা জড়িত এখনও জানা যায়নি। কী কারণে খুন করা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত জারি রয়েছে। খুনের ঘটনায় মামলা রুজু করা হয়েছে।
প্রসঙ্গত, ঠিক দুই বছর আগে দিল্লিতে শ্রদ্ধা কাণ্ড ব্যাপক শোরগোল ফেলেছিল গোটা দেশে। ২৭ বছরের শ্রদ্ধাকে খুন করে ৩৫ টুকরো করেছিল তাঁর প্রেমিক। শ্রদ্ধার দেহের টুকরোগুলো ফ্ল্যাটের বাইরে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়েছিল আফতাব। খবর : আজকাল ডট ইন।