চিত্রাসাঙ্গন জিপির রুবিরানি দাসের মৃত্যুর দু’মাস অতিক্রম হলেও কোন বিচার পাননি,  ক্ষোভ 

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : বড়খলার বিধানসভার অন্তর্গত ছেছরি জিপির চিত্রাসাঙ্গন নামের পিছপড়া গ্ৰামের অসহায় বাবা কুটি দাস ও মা সুশোমতি দাসের কন্যা রুবিরাণি দাসের রহস্যজনক মৃত্যু ঘটনার সঙ্গে জড়িত রাজু দাস ও অসীম দাসের বিরুদ্ধে আজ অবধি বড়খলা থানা উপযুক্ত না নেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ গ্ৰাম বাসীরা।মৃত রুবিরানি দাসের পরিবারের মা ও বাবা সহ গ্ৰামবাসীরা বলেন, রুবিরানি দাসের মৃত্যু ঘটার বিগত দুইমাস অতিক্রান্ত হয়ে গেলেও আজ অবধি মৃত্যুর সঠিক রহস্য জানা সম্ভব হলো না, তারা গরিব ও পিছিয়ে পড়া গ্ৰামে বসবাস করেন বলেই পুলিশ প্রশাসন দোষীদের শাস্তি প্রদান করেছেন না। গ্ৰামের নিপুল দাস বলেন, তিনি বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করেন, কিন্তু উপযুক্ত সাহায্য পান নাই, কিন্তু বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথের সঙ্গে ফোনের মাধ্যমে রুবিরাণি দাসের মৃত্যুর ঘটনাটি জানালে তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে সঠিক নেওয়ার যতটুকু সাহায্য -সহায়তা লাগবে ততটুকু তিনি করবেন বলে আশ্বাস দেন এবং তিনি শিলচরের বাইরে থাকা অবস্থায় প্রত্যেক দিন তাদের বিষয়টির খোঁজ -খবর নিয়ে চলেছেন, কিভাবে রুবি দাসের মৃত্যুর রহস্যটা বের করা যায় এবং অসহায় পরিবারটিকে সাহায্য করতে পারা যায়, সেই বিষয়টি কথা বলেন।

নিপুল দাস আরও বলেন, কিশোর নাথ বড়খলার বিধায়ক থাকাকালীন এইসব ঘটনার কথা শুনতে পাওয়া যেত না, তিনি বিধায়ক না থাকাতে বড়খলায় উন্নয়ন সঠিকভাবে হচ্ছে না এবং কিশোর নাথ শিলচরে আসলে পরেই তিনি বিষয়টি নিয়ে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করতে সাহায্য করবেন বলে আশাবাদী মৃত রুবিরানি দাসের অসহায় পরিবারের সদস্য সহ গ্ৰামবাসীরা।

Author

Spread the News