হলিডে পার্টিতে গুলি, নিহত ১২
১৮ ডিসেম্বর : হলিডে পার্টিতে গুলি চালালো সশস্ত্র সন্ত্রাসীরা। এতে ১২ জন প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে। সোমবার আন্তর্জাতিক সংবাদ সূত্রে জানা যায়, মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের সালভাটিয়েরা শহরে একটি হলিডে পার্টিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ঐতিহ্যবাহী এই মেক্সিকান পার্টিটি বড়দিনের আগ পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে।
সন্ত্রাসীরা ভোরবেলায় সেখানে আক্রমণ করে। এতে পার্টিতে যোগ দেওয়া এক ডজন লোক নিহত হয়েছেন বলে মেক্সিকান কর্তৃপক্ষ জানায়। গুয়ানাজুয়াতো প্রদেশের অ্যাটর্নি জেনারেল অফিস সন্ত্রাসীদের গুলিতে ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ছবি সংগৃহিত।