পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে
২৮ ডিসেম্বর : পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। শনিবার দিল্লির (Delhi) নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হল তাঁর। উপস্থিত ছিলেন স্ত্রী, কন্যা এবং পরিবারের অন্য সদস্যরা।
শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তায় তিনি লিখেছেন, ‘তাঁর কৌশলগত দূরদর্শিতা ও রাজনৈতিক সাহসিকতা ছাড়া আমেরিকা ও ভারতের বন্ধন এতটা মজবুত হত না।’
এদিন দিল্লির বাসভবন থেকে কংগ্রেসের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় মনমোহন সিংয়ের মরদেহ। এরপর কংগ্রেসের সদর দপ্তর থেকে মনমোহন সিংয়ের পার্থিব দেহ শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হয়। শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় নামে মানুষের ঢল। চোখের জল ধরে রাখতে পারেননি অনেকেই। স্লোগান ওঠে, ‘মনমোহন সিংহ অমর রহে’। নিগমবোধ ঘাটে আসেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করতে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং। শেষশ্রদ্ধা জানান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি, রাগুল গান্ধি। পুষ্পার্ঘ নিবেদন করেন সকলে। জাতীয় পতাকায় মোড়া হয় মনমোহনের মরদেহ। গান স্যালুট দেওয়া হয় তাঁকে।