ডেঙ্গারবন্দ পাব‌লিক এমই স্কুলের এসএম‌সি সভাপ‌তি প‌দে ভোট গ্রহণ শুরু

বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : পাথারকা‌ন্দি শিক্ষা খ‌ণ্ডের সলগই বাজার লা‌গোয়া ডেঙ্গারবন্দ জি‌পির পাব‌লিক এমই স্কুলের এসএম‌সি সভাপ‌তি প‌দে ভোট পর্ব শুরু হল। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন চার প্রার্থী।

ডেঙ্গারবন্দ পাব‌লিক এমই স্কুলের এসএম‌সি সভাপ‌তি প‌দে ভোট গ্রহণ শুরু

জানা যায়, পর পর দু’বার সাধারণ সভা ডে‌কে স্কুল পরিচালন স‌মি‌তির সভাপ‌তি নির্বাচন করা সম্ভব না হওয়া‌য় শেষ পর্যন্ত গড়ায় বিইইও কার্যাল‌য় পর্যন্ত। এ‌তে বিইইও অজয়ভূষণ দা‌সের নি‌র্দেশ ম‌র্মে ১১ ন‌ভেম্বর শ‌নিবার ভোটদান প্রক্রিয়ার মাধ‌্যমে সভাপ‌তি নির্বা‌চনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ‌তে মোট চার জন প্রার্থী প্রতিদ্ব‌ন্দ্বিতা করছেন। তা‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছেন দীপনলাল বৈদ‌্য, জমিল আহমদ, রি‌খিম‌ণি র‌বিদাস ও রাজু গোঁসাই। প্রার্থী‌দের ম‌ধ্যে প্রথম তিনজন ডেঙ্গারবন্দ জি‌পির বা‌সিন্দা ও রাজু গোঁসাই হা‌তি‌খিরা জি‌পির বা‌সিন্দা।

ডেঙ্গারবন্দ পাব‌লিক এমই স্কুলের এসএম‌সি সভাপ‌তি প‌দে ভোট গ্রহণ শুরু

শ‌নিবার সকাল দশটা থে‌কে কড়া নিরাপত্তা সহ বিভাগীয় উর্দ্ধতন কর্তৃপ‌ক্ষের উপ‌স্থি‌তি‌তে ভোটদান প্রক্রিয়া শ‌ুরু হয়। স্কু‌লে মোট ভোটা‌রের সংখ‌্যা ছয়’শ এগা‌রো জন।‌ দুপুর পর্যন্ত প্রায় চ‌ল্লিশ শতাংশ  ভোট পড়ার খবর পাওয়া গে‌ছে। চার প্রার্থীরা নি‌জে‌দের বিজয় নি‌য়ে এক’শ শতাংশ নি‌শ্চিত ব‌লে দা‌বি কর‌লেও স‌চেতন মহ‌লের বি‌শ্লেষ‌নে উক্ত প‌দে দ্বিমু‌খী লড়াই হ‌চ্ছে।‌ বিকেল পর্যন্ত আ‌শি শতাংশ হা‌রে ভোট কা‌স্টিং হবার সম্ভাবনা র‌য়ে‌ছে।এ‌তে দু’শ র কাছাকা‌ছি যি‌নি ভোট পা‌বেন তার জয় নি‌শ্চিত।‌ ভো‌টের মাধ‌্যমে সভাপ‌তি নির্বা‌চিত হ‌য়ে গে‌লে এ‌দিনই সাধারণ সভার মাধ‌্যমে পূর্ণাঙ্গ ক‌মি‌টি গঠন করা হ‌বে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News