নির্যাতনের শিকার হয়ে বেরেঙ্গারতিন সন্তানের জননী বাপের বাড়িতে
হিবজুর রহমান, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ জুলাই : বেরেঙ্গা তৃতীয় খণ্ডের তিন সন্তানের জননী তথা গৃহবধূ পরপুরুষের সঙ্গে পালিয়ে যাননি। তিনি বাপের বাড়িতে রয়েছেন। স্বামী বাড়ির নির্যাতনের শিকার হয়ে তিনি বাপের বাড়িতে আশ্রয় নেন। বুধবার তিনি তার বাপের বাড়ির লোকদের নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরো ঘটনা তুলে ধরেন। গৃহবধূ বলেন, বিয়ের পর থেকেই প্রায় ১৫ বছর একদিনও শান্তিতে স্বামীর বাড়িতে থাকতে পারেননি। প্রতিনিয়ত তাকে নির্যাতন করা হত এমনকি মারপিটও। স্বামীর বিরুদ্ধে মারধর সহ মানসিক অত্যাচারের অভিযোগ এনে শিলচর আদালতে মামলা করেছেন বলে জানিয়েছেন।
তিনি জানান, অত্যাচার সহ্য করতে না পেরে তিনি শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন। স্বামী আমির হোসেন লস্কর বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার দাবিতে বিয়ের পর থেকেই নানাভাবে শারীরিক, মানসিক অত্যাচার চালিয়ে আসছেন। বাধ্য হয়ে লক্ষীপুরের হরিনগর সুভাষ নগর এলাকায় বাপের বাড়িতে চলে যান। বিয়ের পর থেকেই যৌতুক এবং অর্থের দাবিতে এই অত্যাচার অসহ্য হয়ে উঠেছিল। অথচ বার দুয়েকে আড়াই লক্ষ টাকা বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। আদালতের দ্বারস্থ হয়ে বিচার চাইলেন তিনি।
তিনি এও বলেন, পরপুরুষের সঙ্গে পালানোর নামে তাকে বদনাম করতে ও আইনি সুযোগ নিতে মিডিয়ায় প্রচার চালাচ্ছেন স্বামী। পালানো বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো নাটক বলে উল্লেখ করেন।