শালচাপড়া, শ্রীকোণা সহ বিভিন্ন এলাকা প্লাবিত, জলের তলায় সড়ক

বরাক তরঙ্গ, ৪ জুলাই : কাছাড় জেলার শালচাপড়ার টুকরগ্রামে বরাক নদীর বাঁধ ভেঙে শালচাপড়া, শ্রীকোণা সহ বিভিন্ন এলাকা নদীর জলে প্লাবিত হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দেখা গেছে শালচাপড়া রেল গেটের আশপাশ এলাকায় মেন রাস্তার উপরে জল উঠে গেছে। প্রাণের ঝুকি নিয়ে যানবাহন চলাচল করছে। তবে আর কতক্ষণ চলাচল করতে পারবে তা বলা মুশকিল।

উল্লেখ্য, বুধবার দুপুরে টুকরগ্রামের বাঁধ ভেঙে বরাকের জল প্রবেশ করে।

Author

Spread the News